সামশেরগঞ্জ, ২১ মার্চ : আমবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি সামশেরগঞ্জের আলমসাহি গ্রামের।
সামশেরগঞ্জ থেকে ৫৪টি তাজা বোমা উদ্ধার - bomb
আমবাগান থেকে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি সামশেরগঞ্জের আলমসাহি গ্রামের।
উদ্ধার হওয়া বোমা
আজ সকালে আলমসাহির ফিল্ড পাড়া এলাকার আমবাগানে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তারা ঘটনাস্থান থেকে ৩২টি তাজা বোমা উদ্ধার করে। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ আরও ২২টি তাজা বোমা উদ্ধার করে।
ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কারা এলাকায় বোমাগুলি রেখেছিল তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, লোকসভা ভোটে গোলমালের উদ্দ্যেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল।