পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খিদেয় কান্না সন্তানদের, সাত বছরের মেয়েকে কুপিয়ে খুনে অভিযুক্ত বাবা - সাত বছরের মেয়েকে কুপিয়ে খুন

সাত বছরের মেয়েকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ফিরোজপুরে ৷

father-killed-seven-year-old-daughter-at-raghunathganj
সাত বছরের মেয়েকে কুপিয়ে খুন, বেপাত্তা অভিযুক্ত বাবা

By

Published : May 17, 2021, 3:08 PM IST

রঘুনাথগঞ্জ, 17 মে : সাত বছরের শিশুকন্যাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ বাবার ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হল তার ছেলেও ৷ সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ফিরোজপুরে ৷

পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম ইসমা খাতুন (7) ৷ জখম তার ভাই ঈশা শেখ ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷ এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা সাহাবুদ্দিন শেখ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহাবুদ্দিন শেখ বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছে ৷ সোমবার সকালে খেতে দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা বাধে সাহাবুদ্দিনের ৷ সেই সময় বাচ্চারাও খিদেয় কাঁদতে শুরু করে ৷ মায়ের কাছে খাবার চায় তারা ৷ এই ঘটনায় উন্মত্ত হয়ে যায় সাহাবুদ্দিন ৷ অভিযোগ, রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও মেয়েকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে সে ৷

আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইবোনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ইসমা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ অবস্থার অবনতি হওয়ায় ঈশা শেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷

আরও পড়ুন :হরিণঘাটায় নামাজ পড়ে ফেরার পথে ছেলের হাতে খুন বাবা

গোটা ঘটনায় হতবাক প্রতিবেশীরা ৷ হতবাক পুলিশও ৷ অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details