রঘুনাথগঞ্জ, 17 মে : সাত বছরের শিশুকন্যাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ৷ বাবার ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হল তার ছেলেও ৷ সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ফিরোজপুরে ৷
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম ইসমা খাতুন (7) ৷ জখম তার ভাই ঈশা শেখ ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ৷ এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা সাহাবুদ্দিন শেখ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহাবুদ্দিন শেখ বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছে ৷ সোমবার সকালে খেতে দেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা বাধে সাহাবুদ্দিনের ৷ সেই সময় বাচ্চারাও খিদেয় কাঁদতে শুরু করে ৷ মায়ের কাছে খাবার চায় তারা ৷ এই ঘটনায় উন্মত্ত হয়ে যায় সাহাবুদ্দিন ৷ অভিযোগ, রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও মেয়েকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে সে ৷