পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Farmers Protest at Farakka : জমির উপর দিয়ে হাইভোল্টেজ তার নিয়ে যেতে বাধা ফরাক্কার চাষিদের, বন্ধ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কাজ - Farmers Protest at Farakka

আদানি গ্রুপ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সেদেশে বিদ্যুৎ সরবরাহ করার ৷ তার জন্য শুরু হয় ফরাক্কার একাধিক চাষের জমির উপর দিয়ে হাই ভোল্টেজ তার নিয়ে যাওয়ার কাজ ৷ কিন্তু ফরাক্কার গ্রামের চাষিরা জমির উপর দিয়ে হাই ভোল্টেজ তার নিয়ে যেতে বাধা দেন ৷ তার জন্য বিক্ষোভ দেখান গ্রামবাসীরা(Farmers Protest at Farakka)৷

farakka
জমির উপর দিয়ে হাই ভোল্টেজ তার নিয়ে যেতে বাধা চাষিদের

By

Published : Jun 26, 2022, 4:07 PM IST

ফরাক্কা, 26 জুন : চাষের জমি ও আম, লিচুর বাগানের উপর দিয়ে বিদ্যুতের হাইভোল্টেজ তার নিয়ে যাওয়ায় বাধা দিলেন চাষিরা(Farmers Protest Against High Voltage Electric Line at Farakka)৷ এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা থানার জাফরাগঞ্জে ৷ চাষিদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে জোর করে ফলের বাগানের উপর দিয়ে হাইভোল্টেজ তার নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য । এর জন্য চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না । তাই রবিবার পুলিশের বিরুদ্ধে জবরদস্তির অভিযোগ তুলে কাজে বাধা দিয়ে বিক্ষোভ শুরু করেন চাষিরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

জমির উপর দিয়ে হাই ভোল্টেজ তার নিয়ে যেতে বাধা চাষিদের

বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে ঝাড়খন্ড হয়ে ফরাক্কার উপর দিয়ে আদানি গোষ্ঠী হাইভোল্টেজ তার নিয়ে যাচ্ছে ৷ আর এতেই বিপত্তি ৷ ফরাক্কার জাফরগঞ্জ দাদনটোলা এলাকায় নিজস্ব জমির উপর দিয়ে এই তার নিয়ে যেতে বাধা দেন গ্রামবাসীরা । পুলিশি জুলুমের অভিযোগ তুলে গাছে পোস্টার লাগান তাঁরা । বিষয়টি হাতের বাইরে চলে যাওয়ার গ্রামবাসীদের বোঝাতে আসেন ফরাক্কার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা ।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেখানে বিদ্যুৎ সাপ্লাই দিতে ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা থেকে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর ও বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে হাই ভোল্টেজ তার লাগাতে লাইনের কাজ করছিল আদানি গ্রুপ । কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, হাইভোল্টেজ তার তাঁদের জমির উপর দিয়ে নিয়ে গেলেও বিষয়টি তাঁদের জানানো হয়নি । পর্যাপ্ত ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না । বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরেও সেই নির্দেশকে অমান্য করে কাজ চালাচ্ছেন কর্তারা । শুধু তাই নয়, আন্দোলন করার জন্য ও তার নিয়ে যেতে বাধা দেওয়ায় তাঁদের উপর অন্যায়ভাবে কেস করা হয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের ।

আরও পড়ুন :Calcutta High Court: বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details