পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Land Dispute in Naoda: নওদায় জমি নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ কৃষক - নওদায় গুলিবিদ্ধ কৃষক

জমি বিবাদের জেরে নওদায় গুলিবিদ্ধ এক কৃষক ৷ অভিযুক্তকে খুঁজছে পুলিশ ৷

ETV Bharat
আহত কৃষক

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 7:37 PM IST

নওদা, 5 নভেম্বর:জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের নওদায় ৷ চলল গুলিও ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক চাষি ৷ তাঁর নাম জেলের রহমান ৷ অভিযোগ, ওই চাষিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানো হয় ৷ এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে রেহান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ তবে ওই ব্যক্তি পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত রেহান শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেহান শেখের সঙ্গে জেলের রহমানের দীর্ঘদিন ধরে জমি বিবাদ নিয়ে ঝামেলা চলছিল। অভিযোগ, রেহান শেখ জোর করে জমি দখল করার চেষ্টা করছিল জেলের রহমানের । ঘটনাক্রম যা জানা গিয়েছে তা হল, শনিবার সন্ধ্যায় নিজের জমি থেকে বেগুন তুলে আনেন জেলের রহমান । রবিবার ভোরে সেই বেগুন নিয়ে বেলডাঙার হাটে যাচ্ছিলেন তিনি । সেইসময় গাবতলা এলাকায় তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় রেহান শেখ। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে নওদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ৷ পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন:ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত

বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রেহান শেখ। নওদা থানায় তার নামে খুনের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । আহত জেলের রহমানের অভিযোগ, তাঁর জমি হাতানোর জন্যই ওই ব্যক্তি ও তাঁর দলবল হামলা চালিয়েছে ৷ ওই একই এলাকাতে বাড়ি অভিযুক্তেরও ৷ অভিযুক্তের সঙ্গে পারিবারিক কোনও বিবাদ তাঁর নেই বলেই জানিয়েছেন জেলের রহমান ৷

ABOUT THE AUTHOR

...view details