রঘুনাথগঞ্জ, 18 অক্টোবর: মাত্র দেড় বছর বয়সেই বাজিমাৎ। এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে তাক লাগিয়ে দিল রঘুনাথগঞ্জের ফারহা জামিয়া (Farha Jamia) । মুখে ভালো করে কথা ফোটেনি । আর এরমধ্যেই ঠোঁটস্থ তার বাংলা ও ইংরেজি মিলিয়ে 25টি কবিতা, আরবি সূরা ।
শুধু তাই নয়, বাংলা ও ইংরেজি মাস, সাতটি বার, ঋতুর নাম-সহ ফারহার মুখস্ত ধারাপাতও । তার ভিন্ন বর্ণ, পশু-পাখি, ফল-ফুলের সঙ্গে পরিচয় এক বছর বয়স থেকেই । মেয়ের সাফল্যে খুশি বাবা-মা । উচ্ছসিত প্রতিবেশীরাও । দূর-দুরান্ত থেকে লোক আসছে ফারহা জামিয়াকে দেখতে রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর পঞ্চায়েতের খোদারামপুর গ্রামে (Murshidabad child) ৷
খুদে ফারহা জামিয়া রাতারাতি আইকন হয়ে উঠেছে এলাকায় । মাত্র এক বছর বয়সে ঘুমপাড়ানি গান প্রথম আত্মস্ত করে মায়ের নজর কেড়েছিল ফারহা । মা অহিদা ইমতিয়াজ বলেন, "তখনই বুঝি অনন্য প্রতিভা । ছড়া শেখাতে শুরু করলাম । বাংলা, ইংরেজি এমনকী আরবি সূরাও মুখস্ত করে ফেলে ও ।"