সামশেরগঞ্জ, 30 জুন : নকল সিম কার্ড পাচার করা হতো বাংলাদেশে ৷ সেগুলি তৈরি করা হচ্ছিল সামশেরগঞ্জের হাউসনগরের একটি দোকানে ৷ সেই নকল সিম কার্ড-সহ একজনকে হাতেনাতে গ্রেফতার করল জঙ্গিপুর জেলা পুলিশ ৷ মঙ্গলবার রাতে হাউসনগরের ওই দোকানে হানা দিয়ে সাফল্য পায় পুলিশ ৷ তদন্ত শুরু করছে সামশেরগঞ্জ থানার পুলিশ ৷
মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের হাউসনগর বাজারে একটি দোকানে হানা দেয় জঙ্গিপুর জেলা পুলিশ ৷ উদ্ধার হয় নকল সিম কার্ড ৷ নকল আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করে তৈরি করা হচ্ছিল মোবাইলের সিম কার্ড । এই সিম কার্ড পাচার করা হয় বাংলাদেশে । প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল নকল সিম কার্ড তৈরির কারবার । পুলিশ গোপন সূত্রে জানতে পারে এই কার্যকলাপের কথা ৷ তারপরই মঙ্গলবার রাতে হাউসনগর বাজারের ওই মোবাইলের দোকানে হানা দেয় ৷ ভুয়ো সিম-সহ এক যুবক ধরা পড়ে ৷ উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্রও ৷ পুলিশ জানায়, অভিযুক্তের নাম মোক্তার হোসেন (31) । বাড়ি সামশেরগঞ্জ থানার হাউসনগরেই । ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছ'টি মোবাইল ফোন ও একটি ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, ধৃত জেরায় স্বীকার করেছে যে সে আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতি করে নকল সিম কার্ড তৈরি করত এবং তা বাজারে বিক্রি করত । এই সিম কার্ড যেত সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও । সে গুজরাত, রাজস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে হাউসনগরে জালিয়াতির কারবার শুরু করে ৷ এদিন ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷