পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরাক্কায় ফের উদ্ধার জালনোট - সুতিতে জালনোট উদ্ধার

মুর্শিদাবাদের ফরাক্কা থেকে উদ্ধার জালনোট ৷ গতরাতে ফরাক্কার জিগরি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

মুর্শিদাবাদে জালনোট উদ্ধার

By

Published : Nov 15, 2019, 2:26 PM IST

ফরাক্কা, 15 নভেম্বর : মুর্শিদাবাদে ফের উদ্ধার জালনোট ৷ এবার ঘটনাস্থান ফরাক্কা ৷ গতরাতে ফরাক্কার জিগরি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে জিগরি মোড়ে টহল দিতে শুরু করে পুলিশ ৷ রাত আটটা নাগাদ জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করে ফরাক্কা ৷ ধৃতদের নাম ইলিয়াস মহালদার ও সাইদুল মহালদার ৷ তারা সম্পর্কে দুই ভাই ৷ তাদের কাছ থেকে 4 লাখ 96 হাজার টাকার জালনোট উদ্ধার হয় ৷ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তুমুল সেখ নামে আরও এক ব্যক্তিকে সুতি থানার ফতেপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, তুমুল শেখের পাশাপাশি ইলিয়াস ও সাইদুলের বাড়িও সুতিতেই ৷ তারা তিনজনই জালনোট চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ৷ বাংলাদেশ থেকে জাল টাকা আনত তারা ৷ আজ ধৃতদের জঙ্গিপুর কোর্টে তোলা হয় ।

চলতি মাসের নয় তারিখ দু'লাখ টাকা জালনোট সহ এক যুবককে সুতির সাজুর মোড় থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ তার কাছ থেকেও দু'লাখ টাকা জালনোট উদ্ধার হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details