কান্দি(মুর্শিদাবাদ), 23 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) ৷ ছাত্র-ছাত্রীদের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক । আর জীবনের সবথেকে বড় পরীক্ষা দিনে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে এক ভুয়ো পরীক্ষার্থীর দেখা মিলল । জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে ওই ভুয়ো পরীক্ষার্থী ৷ জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলে ৷ ফলত ওই ভুয়ো পরীক্ষার্থীকে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। ওই জাল অ্যাডমিট কার্ড নিয়ে সে কার হয়ে পরীক্ষা দিতে এসেছিল, তা এখনও জানা যায়নি । তবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা কান্দি থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। জানা গিয়েছে, কলেজ পড়ুয়া ওই ভুয়ো পরীক্ষার্থীর বাড়ি খড়গ্রামে ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমানন্দ সিনহা জানান, ছেলেটির নাম কিষাণ বাগদী । গতবছরের অ্যাডমিট নিয়ে সে প্রবেশ করতে চেয়েছিল পরীক্ষা কেন্দ্রে । গেট থেকে ঢোকার সময় তাকে চেক করায় ধরা পড়ে যায় সে ৷ তাকে আটকে রাখা হয়েছিল । তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় (Fake Madhyamik examinee spotted in Murshidabad) ।