পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Note Recovered: 3 লাখ টাকার জাল নোট-সহ ফরাক্কায় ভিনরাজ্যের 2 পাচারকারী গ্রেফতার

মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা মোড় থেকে গ্রেফতার করা হল পঞ্জাবের দুই জাল নোট পাচারকারীকে ৷ তাদের থেকে উদ্ধার করা হয়েছে তিন লাখ টাকার জাল নোট (Fake Indian Currency Notes)৷

Fake Indian Currency Notes recovered from murshidabad, 2 people from punjab arrested
3 লাখ টাকার জাল নোট-সহ ফরাক্কায় গ্রেফতার ভিন রাজ্যের 2 পাচারকারী

By

Published : Sep 28, 2021, 3:59 PM IST

ফরাক্কা, 28 সেপ্টেম্বর: তিন লাখ টাকার জাল নোট (Fake Indian Currency Notes)-সহ গ্রেফতার করা হল ভিনরাজ্যের দুই পাচারকারীকে ৷ তাদের মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা মোড় থেকে গ্রেফতার করে পুলিশ ৷

সোমবার রাতে দু'জনকে 34 নম্বর জাতীয় সড়কের উপর নিউ ফরাক্কা মোড় থেকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 500 টাকা নোটের তিন লাখ টাকার জাল নোট । ধৃতদের নাম টিঙ্কু সিং(39) ও বাবু রাম (45)। দু'জনেরই বাড়ি পঞ্জাবের পাটিয়ালা জেলায় । আজ ধৃতদের 10 দিন পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে জঙ্গিপুর এসিজেএম আদালতে তোলা হয় ।

আরও পড়ুন:Bhabanipur Bye Election : মুখ্যসচিবের চিঠির কড়া সমালোচনা হাইকোর্টের, ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা নেই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বৈষ্ণবনগর থেকে জাল নোট সংগ্রহ করে এনেছিল দুই নোট পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ দু'জনকে আটক করে নিউ ফরাক্কা মোড়ে । তল্লাশি চালিয়ে দু'জনের কাছ থেকে 600টি 500 টাকার জাল নোট উদ্ধার হয় ।

আরও পড়ুন:Kanhaiya Kumar : বামপন্থী কানহাইয়া কুমার আজই যোগ দিচ্ছেন কংগ্রেসে

পুলিশের দাবি, জালনোটগুলি বাংলাদেশের তৈরি । বৈষ্ণবনগর দিয়েই সেগুলি ভারতে ঢুকেছে । পঞ্জাবের বাসিন্দা দুই পাচারকারী নোটগুলি কোথায় নিয়ে যেত তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের সঙ্গে বড়সড় নোট পাচার চক্রের মাথারা জড়িত বলেই অনুমান পুলিশের ।

আরও পড়ুন :JP Nadda : মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে উদাসীন বঙ্গ-সরকার, অভিযোগ নাড্ডার

ABOUT THE AUTHOR

...view details