মুর্শিদাবাদ, 2 জানুয়ারি:দু'দিন ধরে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলোয় বিনা পয়সায় বিলি হয়েছে পঞ্জাবের আলু বীজ । বিনা পয়সায় মিললেও এখন আর চাহিদা নেই । এবার মাঠে গড়াগড়ি খাচ্ছে 'মহার্ঘ্য' এই পঞ্জাবের আলু বীজ(Expensive Punjab Potato Seed Getting Wasted in Murshidabad)। বীজ ব্যবসায়ীদের বক্তব্য, ঘরে রাখায় পচন ধরতে শুরু করেছে । বাছাই করে বস্তা বদলেও পচন ঠেকানো যাচ্ছিল না । তাই ঘর খালি করতে বিনামূল্যে দেওয়া হচ্ছিল । শনিবার থেকে ফ্রি-তে নেওয়ারও কেউ নেই । তাই বাধ্য হয়ে জমিতে ফেলে দিতে হচ্ছে আলু বীজের বস্তা ।
এবার কার্তিক মাসের শুরু থেকেই ডাকবাংলো বাজারে পঞ্জাবের আলু বীজ বিকোতে শুরু করে । শুরুতে চাহিদা তুঙ্গে থাকায় 50 কেজির প্রতি বস্তার দাম ছিল আড়াই থেকে তিন হাজার টাকা ৷ বীজের দাম নামতে নামতে একসময় 1 হাজার 600 টাকায় এসে ঠেকে । স্বর্ণ ধানের জমিতে আলু চাষের সময় ফের এই বীজের চাহিদা বাড়তে শুরু করে । পাশাপাশি পঞ্জাব থেকে বীজের আমদানিও চাহিদাকে ছাপিয়ে যায় । ফলে অগ্রহায়ণ মাসের শেষ দিকে আলু বীজের দাম নামতে নামতে সাড়ে ছ'শো টাকা বস্তায় এসে নামে । এরপর চাহিদা যত কমেছে বীজের দাম সেই হারেই নিম্নমুখী হয়েছে । বীজের দাম কম হওয়ায় জেলায় এবার এক হাজার হেক্টর জমিতে আলু চাষও(Potato Cultivation)বেশি হয়েছে ।
আরও পড়ুন :আলুর খোসায় লুকিয়ে আছে স্বাস্থ্য !