হরিহরপাড়া, 17 মে : ছাগলে পাট খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবেশীরা পিটিয়ে মারল এক প্রাক্তন সেনাকর্মীকে । ইট ও পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুরে । মৃতের নাম আবুল কালাম শা (49) । অভিযোগের ভিত্তিতে 7 জনকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ ।
পাট খেতে ছাগল ঢোকা নিয়ে গন্ডগোলে খুন প্রাক্তন সেনাকর্মী - খুন প্রাক্তন সেনাকর্মী
আবুল কালামকে প্রতিবেশী সাত-আটজন মিলে ইট-পাথর দিয়ে থেঁতলে মারেন বলে অভিযোগ ।
জানা গিয়েছে, মৃত অবসররাপ্ত সেনাকর্মী আবুল কালাম শা জঙ্গিপুরে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন । লকডাউন চলায় বর্তমানে বাড়িতেই ছিলেন । এদিন দুপুরে তাঁর পাটের জমিতে তিনটি ছাগল ঢোকে । আবুল কালাম ছাগলগুলিকে ধরে এনে বাড়িতে বেঁধে রাখেন । প্রতিবেশীরা ছাগল ফেরত নিতে এলে বচসা শুরু হয় । তখনই আবুল কালামকে প্রতিবেশী সাত-আটজন মিলে ইট-পাথর দিয়ে থেঁতলে মারেন বলে অভিযোগ । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হরিহরপাড়া ব্লক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
এই ঘটনায় মোট 8 জনের নামে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করে মৃত অবসররাপ্ত সেনাকর্মীর পরিবার । তদন্তে নেমে পুলিশ 7 জনকে আটক করেছে ।