সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 17 অক্টোবর : ভাঙনের (Erosion in Ganga) কবলে গভীর রাতে গঙ্গায় তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন কালীমন্দির । পাশাপাশি একই দিনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল দু’টি দোতলা বাড়ি ৷ এছাড়াও তলিয়ে গিয়েছে আরও পাঁচটি বাড়ি ।
এর ফলে ভাঙনের প্রবল আতঙ্কে এলাকা ছাড়ছেন মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার মহেশটোলার বাসিন্দারা । দুর্গত মানুষদের সব ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উপর । জঙ্গিপুর (Jangipur) লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘সমস্যার কথা কেন্দ্রীয় জলসম্পদ দফতরে জানিয়েছি । লোকসভার (Lok Sabha) অধিবেশনে বিষয়টি তুলব ।’’