পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Conflict: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সাগরদিঘিতে হারের জন্য সাংসদকে কাঠগড়ায় তুললেন বিধায়ক - Jangipur TMC Inner Clash

তৃণমূলের জেলা সভাপতি তথা লোকসভা সাংসদ খলিলুর রহমান বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএমের হয়ে কাজ করার অভিযোগ তুললেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ৷ সাংবাদিক ডেকে তিনি জানালেন, দলের ক্ষতি করছেন খলিলুর। এদিকে সাগরদিঘিতে হারের দায় পালটা ইমানি বিশ্বাসের দিকেই ইঙ্গিত করেছেন খলিলুর রহমান ৷

TMC MLA Emani Biswas
জঙ্গিপুরে তৃণমূলের বিধায়ক ইমানি বিশ্বাস

By

Published : Apr 13, 2023, 2:31 PM IST

জঙ্গিপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

জঙ্গিপুর, 13 এপ্রিল:প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৷ তৃণমূল সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুললেন বিধায়ক ইমানি বিশ্বাস ৷ রীতিমতো সাংবাদিকদের ডেকে তাঁকে কংগ্রেস-সিপিএমের দালাল বলে অভিযুক্ত করলেন ৷ প্রসঙ্গত, খলিলুর রহমান জঙ্গিপুরে সাংগঠনিক জেলা সভাপতিও ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অস্বীকার করেছেন সাংসদ ৷

তিনি ছাড়া দলের চেয়ারম্যানের কানাই মণ্ডলের বিরুদ্ধেও তোপ দেগে বিতর্কে জড়ালেন সুতির তৃণমূল বিধায়ক ৷ কার্যত দলের অভ্যন্তরীণ অনৈক্য থেকে শুরু করে ফাটলের প্রসঙ্গ, সমস্তই উঠে এল ইমানি বিশ্বাসের অভিযোগে ৷ বুধবার তিনি সাংবাদিক বৈঠক ডাকেন ৷ তিনি বলেন, "খলিলুর রহমান তৃণমূলকে বেচে দেওয়ার চেষ্টা করছেন ! ইতিমধ্যেই তিনি সিপিএম-কংগ্রেসের কাছে টেন্ডার নিয়ে নিয়েছেন ৷ জেলা সভাপতিকে আমরা চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি ৷" ইমানি বিশ্বাসের অভিযোগ, সাংসদ খলিলুর রহমান 2021 সালের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর মাধ্যমে নিজের ভাইকে কংগ্রেসের টিকিট পাইয়ে দিয়েছেন ৷

শুধু বিধানসভা নির্বাচন নয়, পৌরসভা নির্বাচনেও খলিলুর রহমান দলবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করেন সুতির বিধায়ক ৷ তিনি বলেন, "তিনি কংগ্রেসের মনোনীত প্রার্থীকে সহযোগিতা করেছিলেন ৷ কংগ্রেস ও সিপিএমের কাছ থেকে একের পর এক টেন্ডার নিয়ে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন খলিলুর রহমান ৷" তৃণমূল সাংসদের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন সুতির তৃণমূল বিধায়ক ৷ সাগরদিঘির উপ-নির্বাচনে হারের জন্যও খলিলুর রহমানকে দায়ী করেছেন তিনি । তবে পুরো বিষয়টি ইমানি বিশ্বাস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ৷

তৃণমূল সাংসদ খলিলুর রহমান সাগরদিঘি উপনির্বাচন প্রসঙ্গে বলেন, "সাগরদিঘি উপনির্বাচনের দায়িত্বে রাজ্য নেতৃত্ব 11টি অঞ্চলকে পর্যবেক্ষক হিসেবে ভাগ করে দিয়েছিল ৷ প্রায় 9টি অঞ্চলে বিধায়করাই পর্যবেক্ষক ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন আমার বিরুদ্ধে অভিযোগকারী সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস ৷ ভোট চলাকালীন তিনি যা বলেছিলেন আর ভোটের ফলাফলে কী এসেছে, তা তিনিই জানেন ৷"

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অনৈক্যের বার্তা দিয়েছেন, কার্যত তার বিপরীতে স্রোত বইছে জেলা তৃণমূল বলে মনে করা হচ্ছে ৷ বহরমপুর সাংগঠনিক সভা থেকে উঠে গিয়ে দলের অনৈক্যের বার্তা দিয়েছেন আবু তাহের খান ৷ অন্যদিকে সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে একপ্রকার দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস ৷ জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের এই ফাটল পঞ্চায়েত ভোটে বিরোধীদের ভিত আরও মজবুত করবে না তো ?

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েতে অনুপস্থিত উপপ্রধান, থমকে উন্নয়নের কাজ

ABOUT THE AUTHOR

...view details