জঙ্গিপুর, 13 এপ্রিল:প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৷ তৃণমূল সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুললেন বিধায়ক ইমানি বিশ্বাস ৷ রীতিমতো সাংবাদিকদের ডেকে তাঁকে কংগ্রেস-সিপিএমের দালাল বলে অভিযুক্ত করলেন ৷ প্রসঙ্গত, খলিলুর রহমান জঙ্গিপুরে সাংগঠনিক জেলা সভাপতিও ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি অস্বীকার করেছেন সাংসদ ৷
তিনি ছাড়া দলের চেয়ারম্যানের কানাই মণ্ডলের বিরুদ্ধেও তোপ দেগে বিতর্কে জড়ালেন সুতির তৃণমূল বিধায়ক ৷ কার্যত দলের অভ্যন্তরীণ অনৈক্য থেকে শুরু করে ফাটলের প্রসঙ্গ, সমস্তই উঠে এল ইমানি বিশ্বাসের অভিযোগে ৷ বুধবার তিনি সাংবাদিক বৈঠক ডাকেন ৷ তিনি বলেন, "খলিলুর রহমান তৃণমূলকে বেচে দেওয়ার চেষ্টা করছেন ! ইতিমধ্যেই তিনি সিপিএম-কংগ্রেসের কাছে টেন্ডার নিয়ে নিয়েছেন ৷ জেলা সভাপতিকে আমরা চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি ৷" ইমানি বিশ্বাসের অভিযোগ, সাংসদ খলিলুর রহমান 2021 সালের বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর মাধ্যমে নিজের ভাইকে কংগ্রেসের টিকিট পাইয়ে দিয়েছেন ৷
শুধু বিধানসভা নির্বাচন নয়, পৌরসভা নির্বাচনেও খলিলুর রহমান দলবিরোধী কাজ করেছেন বলে অভিযোগ করেন সুতির বিধায়ক ৷ তিনি বলেন, "তিনি কংগ্রেসের মনোনীত প্রার্থীকে সহযোগিতা করেছিলেন ৷ কংগ্রেস ও সিপিএমের কাছ থেকে একের পর এক টেন্ডার নিয়ে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছেন খলিলুর রহমান ৷" তৃণমূল সাংসদের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন সুতির তৃণমূল বিধায়ক ৷ সাগরদিঘির উপ-নির্বাচনে হারের জন্যও খলিলুর রহমানকে দায়ী করেছেন তিনি । তবে পুরো বিষয়টি ইমানি বিশ্বাস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ৷