পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Brother Slipped Into The Ganges : স্রোতের টানে ভাইয়ের হাত ফস্কে গঙ্গায় তলিয়ে গেলেন দাদা - বহরমপুর

উদ্ধার না করে তলিয়ে যাওয়া ব্যক্তিকে দেখতে ভিড় জমাল সাধারণ মানুষ (Brother Slipped) ৷ এমনই নির্মম ঘটনার সাক্ষী থাকল বহরমপুরবাসী ৷

Brother Slipped
চলছে উদ্ধার কাজ

By

Published : Mar 13, 2022, 12:15 PM IST

বহরমপুর, 13 মার্চ : স্নান করতে নেমে ভাইয়ের হাত ফস্কে গঙ্গায় তলিয়ে গেলেন দাদা (Brother Slipped)। ঘটনাটি ঘটেছে বহরমপুর গোরাবাজার ফেরিঘাটে (Berhampore)। স্রোতের তোড়ে চোখের সামনে দাদাকে তলিয়ে যেতে দেখল অসহায় ভাই। দাদাকে বাঁচানোর জন্য আর্ত চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। উদ্ধারের চেষ্টা না করেই গঙ্গা পাড়ে বহু মানুষ যুবককে তলিয়ে যেতে দেখলেন।

আরও পড়ুন :Dolphin Dead In Farakka : ফরাক্কার গঙ্গায় মৃত ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জানা গিয়েছে, ভাইয়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন বছর আঠারোর প্রলয় রজক। বিএ প্রথম বর্ষের ছাত্র প্রলয়ের বাড়ি বহরমপুর গোরাবাজার এলাকায়। দুই ভাইয়ের মধ্যে কেউ ভাল সাঁতার জানত না। হাত ধরাধরি করেই গঙ্গায় স্নান করতে নেমেছিলেন তাঁরা। এরপর আচমকা স্রােতের টানে নিজেকে সামলাতে পারেননি প্রলয়। তখনও ভাইয়ের হাত ধরা ছিল। স্রোতের টানে ভাইয়ের হাতের মুঠো খুলে গিয়েই ভেসে যান তিনি ৷ এরপর ভাই সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি বলে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে দেহের ৷

ABOUT THE AUTHOR

...view details