বহরমপুর, 1 জুলাই : আজ মুর্শিদাবাদে নতুন করে আরও আটজনের শরীরে মিলল কোরোনা ভাইরাস ৷ জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা তিনদিন আগেই ছাড়িয়েছে 200 ৷ গত দু'দিনে আরও 13জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস ৷ তারপরই সংখ্যাটা 220 ছুঁয়েছে ৷
মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 8 - corona death
আজ নতুন করে মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত হয়েছেন আটজন ৷ জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 220 ৷ মৃত্য়ু হয়েছে চারজনের ৷
তবে, কোরোনায় সুস্থও হয়েছে অনেকজন ৷ এখনও পর্যন্ত ধাপে ধাপে কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 196জন ৷ জেলায় মৃত্যু হয়েছে চারজনের ৷ জেলায় সুস্থের সংখ্যা বেশি হলেও আক্রান্ত নিয়ন্ত্রণে প্রশাসন কার্যত ব্যর্থ বলে মনে করছে বিরোধীরা ৷ পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিনে রাখতে প্রশাসন ব্যর্থ বলেও অভিযোগ ৷
মুর্শিদাবাদে বিভিন্ন রাজ্য থেকে প্রায় তিন লাখ 20 হাজার পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে ৷ এই কারণে জুনের প্রথম থেকেই জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ তবে, পরিযায়ী শ্রমিকদের হোম কোয়ারানটিনে বা সরকারি কোয়ারানটিনে রাখার কোনও উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ গতকাল পাঁচজন ও আজ আরও আটজনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সকলকেই মাতৃসদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷