নবগ্রাম, 14 অক্টোবর: কিরীটেশ্বরী এখন ভারতবর্ষের সেরা পর্যটন গ্রাম । আর সামনেই বাঙালির প্রাণের দুর্গোৎসব । তবে এই গ্রামে কোনওদিন মৃন্ময়ীমূর্তি প্রতিষ্ঠা করে দুর্গা বা কালীর পুজো হয় না । কারণ এই গ্রামেই রয়েছে মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ । গ্রামে একান্নপীঠের দেবী কিরীটেশ্বরীর শিলামূর্তি অধিষ্ঠিত রয়েছে । কিরীটেশ্বরী মন্দিরে ওই শিলামূর্তি সাক্তমতে পুজো হয় দেবী দুর্গারূপে । আর এই পুজোর অষ্টমীর দিন ভোগের মাছ আসে এক মুসলিম পরিবার থেকে । মুসলিম সম্প্রদায়ের ওই পরিবারের প্রধান ঢাক ঢোল নিয়ে মাথায় চাপিয়ে আমিষ ভোগের মাছ এনে দেন মন্দিরে । সেই মাছই নিবেদন করা হয় মায়ের ভোগে । বহুদিন ধরে এই প্রথাই চলে আসছে কিরীটেশ্বরী মন্দিরে ।
মন্দির কমিটির সহ-সম্পাদক সৌমিত্র দাস বলেন, "দুর্গাপুজোর অষ্টমীর দিন দেবীর মহাভোগ হয় । প্রতিবছর 10 হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় । এবার এই গ্রাম সেরার তকমা পেয়েছে ৷ তাই এ বছর 20 হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হচ্ছে । প্রচার হওয়ায় ইতিমধ্যে সতীপীঠে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে । সুদূর আন্দামান থেকে পর্যটক আসছেন কিরীটেশ্বরীতে ।"