পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2023: দুর্গারূপে পূজিত কিরীটেশ্বরীর শিলামূর্তি, মুসলিম পরিবার থেকে আসে অষ্টমীর ভোগের মাছ

Kiriteswari Shaktipeeth Temple: কিরীটেশ্বরী গ্রামে মৃন্ময়ীমূর্তি প্রতিষ্ঠা করে দুর্গা বা কালীর পুজো হয় না ৷ এখানে দুর্গারূপে পূজিত কিরীটেশ্বরীর শিলামূর্তি ৷ আর এই পুজোর বিশেষত্ব হল, অষ্টমীর ভোগের মাছ আসে এক মুসলিম পরিবার থেকে ৷

Kiriteswari Temple
কিরীটেশ্বরী মন্দির

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 6:23 PM IST

দুর্গারূপে পূজিত কিরীটেশ্বরীর শিলামূর্তি

নবগ্রাম, 14 অক্টোবর: কিরীটেশ্বরী এখন ভারতবর্ষের সেরা পর্যটন গ্রাম । আর সামনেই বাঙালির প্রাণের দুর্গোৎসব । তবে এই গ্রামে কোনওদিন মৃন্ময়ীমূর্তি প্রতিষ্ঠা করে দুর্গা বা কালীর পুজো হয় না । কারণ এই গ্রামেই রয়েছে মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ । গ্রামে একান্নপীঠের দেবী কিরীটেশ্বরীর শিলামূর্তি অধিষ্ঠিত রয়েছে । কিরীটেশ্বরী মন্দিরে ওই শিলামূর্তি সাক্তমতে পুজো হয় দেবী দুর্গারূপে । আর এই পুজোর অষ্টমীর দিন ভোগের মাছ আসে এক মুসলিম পরিবার থেকে । মুসলিম সম্প্রদায়ের ওই পরিবারের প্রধান ঢাক ঢোল নিয়ে মাথায় চাপিয়ে আমিষ ভোগের মাছ এনে দেন মন্দিরে । সেই মাছই নিবেদন করা হয় মায়ের ভোগে । বহুদিন ধরে এই প্রথাই চলে আসছে কিরীটেশ্বরী মন্দিরে ।

মন্দির কমিটির সহ-সম্পাদক সৌমিত্র দাস বলেন, "দুর্গাপুজোর অষ্টমীর দিন দেবীর মহাভোগ হয় । প্রতিবছর 10 হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় । এবার এই গ্রাম সেরার তকমা পেয়েছে ৷ তাই এ বছর 20 হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হচ্ছে । প্রচার হওয়ায় ইতিমধ্যে সতীপীঠে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে । সুদূর আন্দামান থেকে পর্যটক আসছেন কিরীটেশ্বরীতে ।"

আরও পড়ুন:ভারতসেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ার পরই দায়িত্ব বাড়ল কিরীটেশ্বরী গ্রামবাসীদের

কিছুদিন আগেই সারা দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে কিরীটেশ্বরী । আর তারপর থেকে আবেগে উচ্ছাসে ভাসছে গ্রামের মানুষ । আগামিদিনের পর্যটন কেন্দ্রের স্বপ্ন বুঁদ হয়ে রয়েছে তাদের মধ্যে । এই পর্যটন কেন্দ্রের হাত ধরে গ্রামবাসীরা এলাকার অর্থনৈতিক কাঠামোর সমূহ উন্নয়নের আলো দেখতে শুরু করেছে । ফলে এবারের শারদোৎসব গ্রামবাসীর কাছে আলাদা মাত্রা এনে দিয়েছে । গ্রামবাসীদের বক্তব্য, আগামিদিনে পর্যটক উপচে পড়বে এখানে । তার জন্য পরিকাঠামো গড়ে তোলা দরকার । মন্দির কমিটির মাথায় গুরু দায়িত্ব রয়েছে । তাঁরা পর্যটকদের থাকার জায়গা ও কমিউনিটি হল তৈরির জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিতে শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details