হরিহরপাড়া (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে চাপানউতোর চলছে দেশজুড়ে ৷ আতঙ্ক ছড়িয়েছে দেশ থেকে শুরু করে রাজ্য ৷ এরই মধ্যে NRC করা হচ্ছে এই সন্দেহে আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীদেরকে হেনস্থার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি হরিহরপাড়ার মামুদপুরের ৷
NRC আতঙ্কে হেনস্থা স্বাস্থ্য কর্মীদের - স্বাস্থ্যকর্মীদের হেনস্থা মুর্শিদাবাদে
মুর্শিদাবেদে NRC হচ্ছে এই সন্দেহে হেনস্থার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের ৷ এক মহিলাকে মারধরও করা বলে অভিযোগ ৷
![NRC আতঙ্কে হেনস্থা স্বাস্থ্য কর্মীদের photo](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5583947-thumbnail-3x2-nrc.jpg)
আজ দুপুরে মিশন ইন্দ্রধনু প্রকল্পের জন্য আধার কার্ড ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান আশা কর্মী-সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । অভিযোগ গ্রামে যাওয়ার পরই NRC করা হচ্ছে সেই সন্দেহে নিগৃহ করা হয় স্বাস্থ্য কর্মীদের ৷ শুধু তাই নয়, প্রতিমা মণ্ডল নামে এক মহিলা আশা কর্মীকে মারধরও করা হয় ৷ আটকেও রাখা হয় তাঁদের গ্রামের এক বাড়িতে ।
পরে হরিহরপাড়া থানার পুলিশ ও হরিহরপাড়া ব্লকের BDO গ্রামে যান । অভিযোগ, তাঁদের গাড়ি ঘিরেও চলে তান্ডব । পুলিশের গাড়িতে চড়াও হন গ্রামবাসীরা । অবরোধ করেন হরিহরপাড়া আমতলা রাজ্য সড়ক । বিকেলের দিকে গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে উদ্ধার করে আনা হয় আটক স্বাস্থ্যকর্মীদের । অবরোধ মুক্ত হয় রাস্তা ।