পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Farakka School: শিক্ষকের অভাবে স্কুলে সপ্তাহে তিনদিন ক্লাস - প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম

ফরাক্কায় নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষকের অভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে তিনদিন করে (Due to Inadequate Teachers Classes are Held Three Days in a Week at Arjunpur High School)। অর্জুনপুর হাইস্কুলে এমন বিজ্ঞপ্তি ঘিরে চরম শোরগোল পড়েছে। পড়ুয়াদের মধ্যে বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে।

Farakka School
শিক্ষকের অভাবে সপ্তাহে তিনদিন করে ক্লাস অর্জুনপুর স্কুলে

By

Published : Aug 4, 2022, 7:24 PM IST

ফরাক্কা, 4 অগস্ট: প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। তাই একাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে তিনদিন। দ্বাদশ শ্রেণির ক্লাস হবে বাকি তিনদিন। স্কুলে শিক্ষক সংকটের জেরে এমনই নির্দেশিকা ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে (Due to Inadequate Teachers Classes are Held Three Days in a Week at Arjunpur High School)।

স্কুল সূত্রে খবর, অর্জুনপুর উচ্চমাধ্যমিক স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। তার মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী রয়েছে প্রায় 1 হাজার 300 জন। এতদিন অর্জুনপুরে স্কুলে 103 জন শিক্ষক থাকলেও উৎসশ্রীর মাধ্যমে বদলির ফলে বর্তমানে শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে 60 জনে।

শিক্ষকের অভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে তিনদিন করে

আরও পড়ুন:শিক্ষকের অভাবে বন্ধ ক্লাস , টিচার ইন চার্জকে আটকে স্কুলে বিক্ষোভ ছাত্রীদের

ফলে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থাকলেও সম্প্রতি শিক্ষক সংকটের জেরে বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ সপ্তাহে তিনদিন করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সোম, বুধ এবং শুক্রবার একাদশ শ্রেণির ক্লাস হবে। অন্যদিকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দ্বাদশ শ্রেণির ক্লাস হবে। সপ্তাহে তিনদিন ক্লাসের ফলে সিলেবাস কীভাবে শেষ হবে তাই নিয়ে উঠছে প্রশ্ন? তিনদিন ক্লাসের ফলে পড়াশোনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details