পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার দম্পতির দেহ,পারিবারিক অশান্তিতে আত্মঘাতী ? - আত্মঘাতী দম্পতি

দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙা থানার কালিতলার মাঝপাড়া এলাকায়।

couple commit suicide in Murshidabad
দম্পতি

By

Published : Apr 22, 2020, 7:25 PM IST

মুর্শিদাবাদ, 22 এপ্রিল: বাড়িতে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ ৷ প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কালিতলার মাঝপাড়া গ্রামের ঘটনা। মৃতদের নাম রিন্টু মণ্ডল (30) ও লতা মণ্ডল (22)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। এরপরই আজ তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে । যুগলের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা নাগাদ পেশায় কৃষক স্বামী রিন্টু মণ্ডলকে সঙ্গে নিয়ে লতা মণ্ডল তাঁর বাপের বাড়িতে যান। স্বামীর বাড়ি থেকে লতা মণ্ডলের বাপের খুব দূরে নয়। সেখানে কিছুটা সময় থাকার পর তাঁরা নিজেদের বাড়িতে ফিরে আসেন। প্রতিবেশী এক প্রত্যক্ষদর্শীর মতে, বুধবার সকাল ন'টা নাগদ রিন্টু মণ্ডল ও লতা মণ্ডলকে তিনি ঘরে ঢুকতেও দেখেন। কিছুক্ষণ পরে জানলা দিয়ে দেখা যায়, ঘরে গলায় ফাঁস লাগানো দু'জনের দেহ। এরপরই পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বেলডাঙা থানার পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালের পাঠনো হয়েছে। পাশাপাশি, কী কারণে এমন ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details