বহরমপুর, 30 অগাস্ট : দু'দিন ধরে নিখোঁজ ছিল ৷ আজ বিলের পাশের পাট খেত থেকে উদ্ধার হয় দুই কিশোরের গলা কাটা দেহ ৷ মুর্শিদাবাদের বহরমপুর থানার কাঁঠালিয়ার ঘটনা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷
মৃতদের নাম আঞ্জারুল শেখ (15) ও মাজারুল শেখ(16) । আঞ্জারুল মাজারুলের মাসতুতো ভাই । পরিবারের অভিযোগ, সপ্তাহ খানেক আগে বিলে মাছ ধরতে গেলে তাদের হুঁশিয়ারি দেয় স্থানীয় শেরফুল শেখ ও তার তিন ছেলে ৷ এমনকী খুনের হুমকিও দেয় বলে অভিযোগ ৷ শুক্রবার জাল নিয়ে বিল লাগোয়া এলাকায় মাছ ধরতে বেরিয়েছিল দু'ভাই ৷ কিন্তু তারপর আর ফিরে আসেনি ৷ অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মেলেনি ৷ শনিবার বহরমপুর থানায় বিষয়টি জানানো হয়েছিল ৷ আজ পাট কাটতে গিয়ে স্থানীয়রা বিলের পাশের পাট খেতে দু'জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে ৷ দু'জনেরই গলায় আঘাতের চিহ্ন রয়েছে ৷