জলঙ্গি, 19 সেপ্টেম্বর : ভোর-রাতে জলপাই রঙের পোশাক পরে কয়েকজন বাড়িতে ঢুকেছিল । তারপর ? সব কিছু মুহূর্তেই পালটে যায় আল মামুন কামালের বাড়িতে । কিছু বুঝে ওঠার আগেই ছেলেকে ধরে নিয়ে যায়, জানান মামুনের বৃদ্ধ বাবা । বাড়িজুড়ে তল্লাশি চলে প্রথমে । বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি । এরপরই আল মামুনকে গ্রেপ্তার করে NIA ।
আজ ভোরে আল মামুন গ্রেপ্তার হয়েছে । আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়দার সঙ্গে যুক্ত সে । এই সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে NIA । উদ্ধার হয়েছে জিহাদি সংক্রান্ত কিছু নথি । যা প্রমাণ করছে, কোনওভাবে নাশকতার ছকের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আল মামুন । জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে এমন তথ্যই । কিন্তু আল মামুনের পরিবারের দাবি অন্য । তারা জানে না, কী কারণে গ্রেপ্তার মামুন । দিল্লিতে নাশকতার যে বড়সড় ছক তারা কষছিল বলে অভিযোগ উঠেছে । সেই সম্বন্ধে কিছু জানে না তার পরিবার । উপরন্তু তার স্ত্রী বলছেন, তারা দিনমজুর । অত্যন্ত গরিব ।
অন্যান্য দিনের মতোই আজ সকালে ঘুমোচ্ছিল আল মামুন । এমন সময় BSF জওয়ান ও তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়িতে ঢোকেন । বাড়িতে চলে তল্লাশি । বাজেয়াপ্ত হয় কিছু নথি । যার থেকে জঙ্গি কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় । আল মামুনের বাবা ফরজ আলি মণ্ডল বলেন, "যা কাগজপত্র ওরা ঘাঁটাঘাঁটি করে, তা সবই হাদিস কোরানের অংশ । ধর্মীয় কাগজপত্র । সেখানে নাশকতার বার্তা কীভাবে থাকবে । " সকালের ঘটনার বিবরণ দিতে ফরজ আলি বলেন, "কয়েকজন জলপাই রঙের পোশাক পরা লোক বাড়ি ঢুকে সব তছনছ করল । ছেলে ঘুমাচ্ছিল । ওকে ঘুম থেকে তুলে নিয়ে গেল । আমরা কিছুই বুঝতে পারছি না ।"