পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিলগ্নিকরণ সমাধান নয়, ডাকা হোক সর্বদলীয় বৈঠক : মমতা - mamata on disinvestment

"আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে । সবার মতামত নিলে বিকল্প সমাধান বেড়িয়ে আসতে পারে । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ করে সেই টাকায় আপাতত সমস্যা মেটানো যায় । কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় । এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে । আমরা এসবের বিরুদ্ধে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমাদের ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে ।" আজ বহরমপুরে সার্কিট হাউজ়ে সাংবাদিকদের এমনই বললেন মমতা ৷

বিলগ্নিকরণ সমাধান নয়, ডাকা হোক সর্বদলীয় বৈঠক : মমতা

By

Published : Nov 21, 2019, 5:30 PM IST

Updated : Nov 21, 2019, 7:57 PM IST

বহরমপুর, 21 নভেম্বর : পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মন্তব্য, বিলগ্নিকরণ কোনও চিরস্থায়ী সমাধান নয় । পাশাপাশি এই ইশুতে প্রধানমন্ত্রীর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ও সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর । উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে BPCL (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), SCI (শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া) সহ মোট পাঁচটি রাষ্ট্রায়ত্ত কম্পানির সিংহভাগ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণের ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত । সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা আজ একথা বলেন ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী

আজ বহরমপুরে সার্কিট হাউজ়ে সাংবাদিকদের মমতা বলেন, "আমরা বিলগ্নিকরণের বিরুদ্ধে । সবার মতামত নিলে বিকল্প সমাধান বেড়িয়ে আসতে পারে । সরকারি সংস্থাগুলির বিলগ্নিকরণ করে সেই টাকায় আপাতত সমস্যা মেটানো যায় । কিন্তু সেটা পারমানেন্ট সলিউশন নয় । এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে । বেঙ্গল কেমিক্যাল তুলে দেওয়া হচ্ছে । আমরা এসবের বিরুদ্ধে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমাদের ট্রেড ইউনিয়ন ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে ।"

মুখ্যমন্ত্রী আজ ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন । ক্ষোভ প্রকাশ করে বলেন, "পশ্চিমবঙ্গ থেকে লিড ব্যাঙ্কের সদর দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । এর জেরে বাংলার বহু প্রকল্প সমস্যায় পড়বে বলে আমার আশঙ্কা ।"

Last Updated : Nov 21, 2019, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details