বহরমপুর, 19 জুন : "বিধানসভায় মুখ্য বিরোধী শক্তি আমাদের বেছে নিয়েছে মানুষ ৷ মত্ত হাতিকে রাস্তায় আনার বড় দায়িত্ব হবে আমাদের ।" সরকারকে মত্ত হাতি বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
শনিবার সকালে বহরমপুরে প্রাতঃভ্রমণের পর চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । জেলার দুই বিধায়ক ও বিজেপি নেতৃত্বদের সঙ্গে ব্যারাক স্কোয়ারে প্রাতঃভ্রমণ সারেন বিজেপির রাজ্য সভাপতি । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি তার ইতিহাসে নিঃসন্দেহে ভাল ফল করেছে । কর্মীদের প্রচেষ্টা, সাধারণ মানুষের আর্শীবাদেই সম্ভব হয়েছে । আমরা সরকারে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুখ্য বিরোধী হিসাবে মানুষ আমাদের চয়ন করেছে ।" এরপর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষের সমস্যাকে তুলে ধরবেন তাঁরা ৷