পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ পুরনো শ্রমিকদের - Demonstrations of old workers due to the hiring of new workers

নতুন শ্রমিক নিয়োগের জন্য ক্ষোভ পুরোনো NTPC শ্রমিকদের ৷

প
ছবি

By

Published : Jan 4, 2020, 9:07 PM IST

Updated : Jan 4, 2020, 11:35 PM IST

ফরাক্কা, 4 জানুয়ারি : কারখানায় নতুন শ্রমিক নিয়োগের কারণে বিক্ষোভ দেখাল পুরনো শ্রমিকরা । ঘটনাটি ফরাক্কার NTPC-র তিন নম্বর ইউনিটের ৷ শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাঁটাই হওয়া শ্রমিকরা। বিক্ষোভের জেরে আটকে পড়েন NTPC-র কর্মীরা । বিক্ষোভকারীদের অভিযোগ, NTPC-র 3 নম্বর ইউনিটটি শাট ডাউন করা হয় ৷ এজন্য কর্তৃপক্ষ পুরোনো শ্রমিকদেরকে কাজ না দিয়ে কাহালগাঁও থেকে নতুন শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে । পুরোনো কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে কাজ করছে ঠিকা শ্রমিক হিসেবে । নতুন কাউকে সেই জায়গায় নেওয়া যাবে না । কারণ বিষয়টি তাদের রুজিরুটির সঙ্গে জড়িয়ে রয়েছে ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jan 4, 2020, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details