পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলডাঙায় ভাঙা হল রেলের সম্পত্তিতে নির্মিত পাকা বাড়ি - বহরমপুর থানার তালবাগানপাড়া এলাকা

15 জুন বেলডাঙা রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অবৈধ নির্মাণ দু'দিনের মধ্যে না সরালে ওই নির্মাণ ভাঙতে বাধ্য হবে তারা । কিন্তু তা না হওয়ায় আজ রেল দপ্তর থেকে নতুন পাকাবাড়িগুলি ভেঙে দেওয়া হয় ।

demolished houses
বহরমপুর

By

Published : Jun 18, 2020, 4:16 PM IST

বহরমপুর, 17 জুন : রেলের সম্পত্তিতে পাকা বাড়ি তৈরির কারণে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই সমস্ত বাড়ি ভেঙে দেওয়া হল । আজ বহরমপুর থানার তালবাগানপাড়া এলাকায় কয়েকটি বাড়ি ভেঙে দেওয়ায় অসহায় হয়ে পড়ে ওই বাড়িগুলির পরিবার ।

15 জুন বেলডাঙা রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, রেলের জায়গায় অবৈধ নির্মাণ দু'দিনের মধ্যে না সরালে ওই নির্মাণ ভাঙতে বাধ্য হবে তারা । কিন্তু তা না হওয়ায় আজ রেল দপ্তর থেকে নতুন পাকাবাড়িগুলি ভেঙে দেওয়া হয় । অসহায় পরিবারদের বক্তব্য, প্রায় ৩০-৪০ বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছে । বিভিন্ন পরিবারের পুরুষেরা দিনমজুরের কাজ করেন । মহিলারা বেশিরভাগ পরিচারিকার কাজ করেন । গোষ্ঠী লোন নিয়ে বাড়ি তৈরি ও সারাইয়ের কাজ করেছেন । কিন্তু আজ বাড়ি ভাঙার ফলে তাঁরা অসহায় হয়ে পড়েছেন । পরিস্থিতির কারণে লোনের টাকা শোধ তো বটেই এখন সব চেয়ে বড় চিন্তার বিষয় কোথায় বসবাস করবেন ।

দেখুন ভিডিয়ো

বাড়ি ভাঙার কারণ জিজ্ঞাসা করলে GRPF-এর ইন্সপেক্টর অসীমকুমার সরকার জানান, দেশজুড়েই রেলের জমির উপর ঝুপড়ি করে মানুষ বসবাস করে ৷ তাই যেসব গরিব মানুষ কাঁচা বাড়ি করে আছেন তাঁদের কিছু করা হচ্ছে না ৷ পাকা বাড়ি তুললে ভবিষ্যতে রেলের কাজ করতে অসুবিধা হবে । তাই অবৈধ নির্মাণ কাজ আটকানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details