রঘুনাথগঞ্জ, 30 এপ্রিল: ধারেপাশে নেই কোনও জঙ্গল বা অভয়ারণ্য । সেখানেই আচমকা লোকালয়ে ঢুকে পড়ল দুটি হরিণ । সকাল সকাল হঠাৎ হরিণের ছোটাছুটিতে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। কীভাবে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ল, তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে ।
আশেপাশে কোনও জঙ্গল না থাকলেও গ্রামীণ এলাকায় দুটি হরিণের আগমন ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় । জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাতই রঘুনাথগঞ্জ-2 নম্বর ব্লকের সেকেন্দ্রা অঞ্চলে দুটি হরিণ দেখতে পান এলাকাবাসীরা । শুরু হয়ে যায় হুলুস্থুল কাণ্ড । হরিণকে তাড়া করতে শুরু করেন এলাকাবাসীরা ।