পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘর থেকে উদ্ধার শিশুকন্যা-সহ দম্পতির দেহ

সুতিতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নুরপুর ঘোষপাড়া গ্রামে ৷ মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ৷ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Apr 27, 2021, 1:57 PM IST

সুতি, 27 এপ্রিল : একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে দানা বাঁধল রহস্য ৷ সুতি থানার নুরপুর ঘোষপাড়া গ্রামের ঘটনা ৷ বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে বাবা-মা সহ তাঁদের সদ্যজাতের দেহ ৷ ঘটনাটি জানাজানি হতে পড়শিরা খবর দেয় সুতি থানায় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঠিক কী করণে এমন ঘটনা ঘটল, তার সম্পূর্ণ তদন্ত শুরু হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম শ্রীমন্ত সিংহ (28), ববিতা সিংহ (23) ও শ্রীমতি সিংহ (1 মাস) । এককামরার ঘর ৷ কোনওরকমে দিনযাপন করতেন শ্রীমন্ত ৷ একটি মিষ্টির দোকানে কাজ করতেন তিনি ৷ নিত্যদিন অশান্তি লেগে থাকত গৃহবধু ববিতার সঙ্গে ৷ এক মাস আগে শ্রীমতির জন্ম হওয়ার পর থেকে অশান্তি বাড়তে শুরু করে ৷ কিন্তু গত কয়েকদিন ধরে তাদের মধ্যে কোনও ঝামেলা হয়নি ৷ তারপর গতকালের ঘটনায় রীতিমতো অবাক হয়ে যায় পড়শিরা ৷

আরও পড়ুন :করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর

পুলিশ সূত্রে খবর, ঝুলন্ত অবস্থায় শ্রীমন্তর দেহ উদ্ধার করা হয় ৷ অন্যদিকে বিছানার উপর তাঁর স্ত্রী ও সন্তানের দেহ পড়েছিল ৷ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ খুব দ্রুত ঘটনার তদন্ত শুরু হবে ৷

যদিও মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়ের উপর অত্যাচার চালাত ৷ যার জেরে নিত্যদিন অশান্তি লেগে থাকত ৷ তার উপর মেয়ে হওয়ায় সেই অশান্তি বেড়ে গিয়েছিল ৷ মেয়ের পাশাপশি জামাই ও নাতনির মৃত্যুর জন্য মেয়ের শশ্বুড়বাড়িকেই দায়ী ৷

ABOUT THE AUTHOR

...view details