পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরাক্কার গান্ধিঘাটে যুবকের রক্তাক্ত দেহ - ফারাক্কার গান্ধিঘাটে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

সোমবার সকালে ফারাক্কার গান্ধিঘাট এলাকার জগন্নাথ মন্দিরের পাশে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয় । মৃতের নাম কৃষ্ণ হালদার (35)।

dead body found in farakka gandhighat area
dead body found in farakka gandhighat area

By

Published : Mar 30, 2020, 4:46 PM IST

মুর্শিদাবাদ, 30 মার্চ: বছর পঁয়ত্রিশের এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় । সোমবার সকালে ফরাক্কার গান্ধিঘাট এলাকার জগন্নাথ মন্দিরের পাশে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার হয় । মৃতের নাম কৃষ্ণ হালদার (35)। স্থানীয় সূত্রে খবর, প্রতি সোমবারের মতো আজ সকালেও শিব মন্দির পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক । মন্দির পরিষ্কার করে গঙ্গায় স্নানও করতে যান । অনেক সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোক ও প্রতিবেশীরা খোঁজা শুরু করে । এরপরই ফরাক্কা গান্ধিঘাট জগন্নাথ মন্দিরে পাশে এক জঙ্গলে কৃষ্ণ হালদারের রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায় । মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে ।

মৃতের স্ত্রী ললিতা হালদারের অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে । এক্ষেত্রে সন্দেহের তির মৃতের ভাই বলরাম হালদারের দিকে । কিছুদিন আগে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল । ললিতা হালদারের অভিযোগ, বিরোধিতা করায় দেবর বলরাম হালদার তাঁর স্বামীকে খুন করেছে । মৃতের স্ত্রী জানিয়েছেন, সকালে জামাকাপড় পরে বেরোলেও কিছুক্ষণ পর খালি গায়ে ফিরে আসেন তিনি ৷ ফের জামা কাপড় পালটে বাড়ি থেকে বেরিয়ে যায় । কিছুক্ষণ পর কৃষ্ণ হালদারের মৃত্যুর খবর আসে ।

ফরাক্কা থানার পুলিশকে এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপ দেখা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক বলরাম হালদার । এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details