মুর্শিদাবাদ, 4 অগাস্ট : কোরোনায় মৃত্যু হল স্বাস্থ্যকর্মীর । কোরোনায় মৃত্যু হয়েছে এ পর্যন্ত 11 জনের । একদিনে আক্রান্তের সংখ্যা 49 । জেলায় মোট আক্রান্তের সংখ্যা 80 ।
মুর্শিদাবাদে কোরোনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর, আক্রান্ত 49 - Covid positive patient died in Murshidabad
কোরোনায় মৃত্যু হল এক স্বাস্থকর্মীর । জেলায় মোট মৃতের সংখ্যা 11 ।
Covid positive patient died in Murshidabad
আজ মুর্শিদাবাদ COVID হাসপাতালে মৃত্যু হয় ভরতপুর-2 ব্লকের এক উপস্বাস্থ্যকেন্দ্রের সেকেন্ড ANM-র । ওই স্বাস্থ্যকর্মীকে দুদিন আগে ভরতি করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের COVID হাসপাতালে ।
COVID হাসপাতালে চিকিৎসা চলছে ২৫৬ জনের ।