বহরমপুর, 31 অগস্ট:দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই ৷ এবার সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা শোনাল আদালত ৷ বৃহস্পতিবার বহরমপুরের তৃতীয় (ফাস্ট ট্র্যাক) কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জেলা বিচারক সন্তোষ কুমার পাঠক ফাঁসির সাজা দিয়েছেন।
2022 সালের 2 মে বহরমপুরের গোরাবাজার এলাকার একটি গার্লস হোস্টেলের সামনে প্রাক্তন প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হন সুতাপা চৌধুরী। চার ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে হেফাজতে গ্রেফতার করে পুলিশ ৷ তখন থেকেই অভিযুক্তকে জেল হেফাজতে রেখেই শুনানি চলছিল। মোট 34 জনের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সুশান্তকে দোষি সাব্যস্ত করেন বিচারক ৷ যদিও সুশান্তের আইনজীবী জানান, তাঁর মক্কেল একজন মেধাবী ছাত্র ৷ তার ভবিষ্যতের কথা চিন্তা করা যাবজ্জীবন কারাদণ্ড চাওয়া হয়েছিল ৷ কিন্তু আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বলে জানান তিনি ৷ আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আইনজীবী ৷
খুনের 15 মাস পর গত মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ ওইদিন আদালতে কান্নায় ভেঙে পড়েন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী। মেয়ের খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছিলেন তিনি। বিচারক কী রায় দেবেন সেদিকেই তাকিয়ে ছিল বহরমপুরবাসী। এর আগে মাত্র পাঁচদিন আগে এই এজলাসেই বিচারক একজনের ফাঁসির সাজা দিয়েছিলেন। বৃহস্পতিবার বিচারক কী রায় দেবেন সেদিকেই চেয়ে ছিলেন অনেকে।