পশ্চিমবঙ্গ

west bengal

কান্দিতে বাড়ি তৈরির টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

By

Published : Nov 29, 2019, 7:31 PM IST

Updated : Nov 29, 2019, 8:32 PM IST

'হাউস ফর অল'-র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা হাতে পাচ্ছেন না প্রাপক । কান্দি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুলা চৌধুরির অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস এই টাকা আত্মসাৎ করছেন ৷

Councilor accused for "House for all" project's Money laundering in Kandi, Murshidabad
বাড়ি তৈরির টাকা তছরুপের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

কান্দি, 29 নভেম্বর : বাড়ি তৈরীর টাকা আত্মসাতের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে । মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ ওই ওয়ার্ডের বাসিন্দা বুলা চৌধুরির অভিযোগ, তাঁদের ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস 'হাউস ফর অল' - এর টাকা তুলে নিয়েছেন ৷ সেকারণে তিনি বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না ৷ গৌরী সিনহা বিশ্বাসের নামে কান্দি মহকুমা শাসকের কাছে অভিযোগও জানিয়েছেন বুলা চৌধুরি ৷

বুলা চৌধুরির অভিযোগ, 'হাউস ফর অল'-র টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তিনি তা হাতে পাচ্ছেন না । বাড়ি নেই, প্রায় দেড় বছর ধরে তিনি খোলা আকাশের নিচে রয়েছেন । বাড়ি তৈরির জন্য সরকারি বরাদ্দ টাকা ঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও তা তিনি পাচ্ছেন না ৷ অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর সেই টাকা তুলে নিয়েছেন । বুলা চৌধুরি বলেন, "গত অনেক দিন ধরে আমার ব্যাঙ্কের চেক বই, পাস বই নিজের কাছে রেখে দিয়েছেন কাউন্সিলর গৌরী । ফলে বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারছি না । আমি চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ "

ভিডিয়ো শুনুন বক্তব্য

যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস । তিনি বলেন, "যার অ্যাকাউন্ট তিনিই তো টাকা তুলতে পারবেন ৷ অন্যজনের অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে টাকা তুলব ? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে ৷" কান্দির মহকুমা শাসক অভীক কুমার দাস, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

Last Updated : Nov 29, 2019, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details