পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্ত দিয়ে পাচারের আগে রানিনগরে উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ - ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচার

BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা হারুডাঙা থেকে উদ্ধার করল 400 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । পাচারের আগেই উদ্ধার করা হয় সেগুলি ।

aa
মাদক উদ্ধার

By

Published : May 10, 2020, 3:59 PM IST

রানিনগর, 10মে: পাচারের আগে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল নিষিদ্ধ কাফ সিরাপ । আজ ভোরে BSF-এর 117 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা রানিনগরের হারুডাঙা থেকে 400 বোতল কাফ সিরাপ উদ্ধার করেন ।

আজ সকালে ওই এলাকায় কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জওয়ানদের । সেই মতো ওয়াচটাওয়ার থেকে নজরদারি চালালে তিন-চারজনকে বস্তা নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় । এরপরই ওই এলাকায় জওয়ানরা গেলে তাঁদের দেখে বস্তা রেখে পালিয়ে যায় তারা। বস্তাগুলি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ । সেগুলির বাজারমূল্য প্রায় 60 হাজার টাকা ।

বাজেয়াপ্ত কাফ সিরাপ রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এদিকে চলতি বছরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 98 হাজার 917 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে বলে BSF সূত্রে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details