পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PFI-এর সভার প্রচারে তৃণমূলের প্রথম সারির তিন নেতার নাম থাকায় বিতর্ক - CAA

আজ মুর্শিদাবাদে একাধিক জায়গায় PFI-র সভার পোস্টার চোখে পড়েছে । এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ রিপোর্ট দিয়েছে । রিপোর্টে বলা হয়েছে, CAA- এর প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাট-সহ বিভিন্ন এলাকায় যে তাণ্ডব হয়, তার পিছনে PFI-এর মদত রয়েছে । সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে । সূত্রের খবর, CAA - এর প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনেও PFI-র মদত রয়েছে ।

PFI
PFI-এর পোস্টার

By

Published : Jan 2, 2020, 11:44 PM IST

Updated : Jan 3, 2020, 1:46 AM IST

বহরমপুর, 2 জানুয়ারি : বিতর্কিত সংগঠন PFI (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার)- এর একটি সভার পোস্টারে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির তিন নেতার নাম থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে । ওই নেতাদের একজন বিষয়টি অস্বীকার করলেও অন্য এক নেতা তা স্বীকার করছেন । জানিয়েছেন, অনুমতি নিয়েই তাঁর নাম পোস্টারে দেওয়া হয়েছে ।

আজ মুর্শিদাবাদে একাধিক জায়গায় PFI-র সভার পোস্টার চোখে পড়েছে । এই সংগঠনটির বিরুদ্ধে সম্প্রতি উত্তরপ্রদেশের গোয়েন্দা পুলিশ রিপোর্ট দিয়েছে । রিপোর্টে বলা হয়েছে, CAA- এর প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তরপ্রদেশের মীরাট-সহ বিভিন্ন এলাকায় যে তাণ্ডব হয়, তার পিছনে PFI-এর মদত রয়েছে । সংগঠনটিকে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে । সূত্রের খবর, CAA - এর প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভের নামে রেল স্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন দিয়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনেও PFI-র মদত রয়েছে ।

ভিডিয়োয় শুনুন তৃণমূল নেতা আবু তাহেরের বক্তব্য

PFI-র সভার পোস্টারে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের নাম রয়েছে । যদিও ওই তৃণমূল নেতা দাবি করেছেন, ওই সভার সঙ্গে তাঁর কোনও যোগ নেই । তাঁকে না জানিয়েই না কি পোস্টারে তাঁর নাম ব্যবহার করা হয়েছে । আর এক তৃণমূল নেতা তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের নামও পোস্টারে রয়েছে । তিনি অবশ্য বলেন, "আমার অনুমতি নিয়েই পোস্টারে নাম ব্যবহার করা হয়েছে ।"

5 জানুয়ারি মুর্শিদাবাদের ভাকুড়ি মোড়ে PFI-এর একটি সভা হবে । সেই সভার পোস্টারে ওই তিন তৃণমূল নেতার নাম রয়েছে । আজ সাংবাদিক বৈঠক ডেকে আবু তাহের দাবি করেন ওই সভায় তিনি থাকছেন না । উলটে হুঁশিয়ারি দেন সংঠনটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন, "ওই সংগঠনের সঙ্গে আমাদের কোনও যোগ নেই । আমাদের নাম কালিমালিপ্ত করার চেষ্টা চলছে । আরও যে দুই তৃণমূল নেতার নাম পোস্টারে রয়েছে তাঁদের ওই সভায় না থাকার জন্য বলা হয়েছে । " তবে PFI-র দাবি, অনুমতি নিয়েই ওই তিন তৃণমূল নেতার নাম পোস্টারে ব্যবহার করা হয়েছে ।

Last Updated : Jan 3, 2020, 1:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details