পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহরমপুরে কংগ্রেস ও তৃণমূল থেকে BJP-তে যোগ শতাধিক কর্মীর - Murshidabad News

সোমবারের পর গতকাল ফের BJP-তে যোগ দিলেন একাধিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মী ।

Congress, Trinamool supporters join BJP
কংগ্রেস, তৃণমূল থেকে BJP-তে যোগদান

By

Published : Jul 1, 2020, 12:51 AM IST

Updated : Jul 1, 2020, 5:04 AM IST

বহরমপুর, 1 জুলাই : ফের কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিলেন একাধিক কর্মী-সমর্থক । গতকাল বহরমপুর পৌরসভার আট ও দশ নম্বর ওয়ার্ডের 160 জনের বেশি বাসিন্দা BJP-র পতাকা হাতে তুলে নেন । তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন BJP-র মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি গৌরীশংকর ঘোষ ।

সোমবারের পর গতকাল ফের তৃণমূল সমর্থকদের BJP-তে যোগদান প্রসঙ্গে গৌরীশংকরবাবু বলেন, "বিগত দিনে কংগ্রেস, তৃণমূল, CPIM মানুষকে নিয়ে যেভাবে রাজনীতি করেছে এটা তারই প্রতিফলন । নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী রাজনীতিতে আকৃষ্ট হয়ে মানুষ BJP-তে যোগদান করছেন ।

BJP কার্যকর্তাদের দাবি, আগামী দিনে বহরমপুর শহরে গেরুয়া পতাকা উড়বে । BJP-তে যোগদানের ঢল তারই ইঙ্গিত দিচ্ছে । তাঁদের আরও দাবি, ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে মানুষের BJP প্রীতি দমানো যাবে না । মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই এবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ।

Last Updated : Jul 1, 2020, 5:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details