পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sagardighi Bye Election: ভোটদানের উচ্চহার দেখে সাগরদিঘি জয়ে আশাবাদী সবপক্ষ

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনে উপ-নির্বাচন ছিল (Sagardighi Bye Election) ৷ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়েছে ৷ বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে ৷

Sagardighi Bye Election
Sagardighi Bye Election

By

Published : Feb 27, 2023, 7:58 PM IST

Updated : Feb 27, 2023, 10:53 PM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 27 ফেব্রুয়ারি: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল মুর্শিদাবাদের সাগিরদিঘি বিধানসভা আসনের উপ-নির্বাচন (Sagardighi Bye Election) । দিনভর ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো । ভোটদানের হারে 2021 সালের বিধানসভা নির্বাচনকে (Bengal Assembly Elections 2021) ছাপিয়ে গিয়েছে এবারের উপ-নির্বাচন । বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 73.49 শতাংশ । শেষ পর্যন্ত এই সংখ্যা 80 শতাংশ ছাড়াবে বলেই দাবি জেলা প্রশাসনের ।

সাগরদিঘি উপ-নির্বাচনে 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন 2 লক্ষ 45 হাজার 825 জন ভোটার । তবে রাজনৈতিক মহলের ধারণা লড়াই হবে কংগ্রেস (Congress), তৃণমূল (Trinamool Congress) ও বিজেপির (BJP) মধ্যে। সকাল থেকে যুযুধান এই তিনপক্ষের অভিযোগ পালটা অভিযোগে সরগরম ছিল সাগরদিঘি । 246টি বুথে নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল ভোট গ্রহণ । একটি বুথের ইভিএম পরিবর্তন ছাড়া ভোটদানে সেভাবে সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে । কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়েই ভোট পর্ব শেষ হয়েছে । তবে ভোট দানের শতাংশের হার বিরোধীদের মুখে হাসি ফুটিয়েছে বলে খবর ।

এদিন সকালেই 210 ও 211 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা । তাঁদের অভিযোগ, প্রার্থী বুথের ভিতর ঢুকে দাদাগিরি করছেন । ভোটারদের প্রভাবিত করছেন । যদিও বাইরণ বিশ্বাস জানান, তিনি প্রার্থীর অধিকার বলেই ভিতরে ঢুকেছিলেন । কিন্তু কাউকে প্রভাবিত করেননি । বিজেপি প্রার্থী দিলীপ সাহা 140 ও 213 নম্বর বুথের এজেন্টকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ তোলেন । এই অভিযোগ নিয়ে তিনি থানাতেও যান ।

অন্যদিকে মনিগ্রাম পঞ্চায়েতের 123 ও 124, পাশাপাশি দুই বুথে বিজেপির বিরুদ্ধে ভোটারদের খাবার বিলির অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী । তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপিকে ভোট দিলেই দেওয়া হচ্ছে কুপন । কুপন দেখালেই মিলছে ঘুগনি-মুড়ি । অন্যদিকে এদিন 78 নম্বর বুথে মহিলাদের হেনস্তা ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । তবে অভিযোগ পালটা অভিযোগে দিনভর উত্তপ্ত থাকলেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি ।

এদিকে এদিন দুপুরেই সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের জয় নিশ্চিত দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Congress MP Adhir Chowdhury) । তিনি বলেন, ‘‘জয় নিশ্চিত। সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে কংগ্রেস জয়ের ব্যবধান বাড়িয়েছে ।’’ তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধীর চৌধুরীকে 3 মার্চ জবাব দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের জোয়ারে ছাপিয়ে গিয়েছে ইভিএম ।’’

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘64 শতাংশ মুসলিম অধ্যুষিত সাগরদিঘিতে ভোট পড়েছে প্রায় 80 শতাংশ । 2021 এর নির্বাচনের নিরিখি সেক্ষেত্রে আমরাই এগিয়ে রয়েছি ।’’ তবে কে এগিয়ে, কে পিছিয়ে, তা জানতে অপেক্ষা করতে ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ৷

আরও পড়ুন:ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই সাগরদিঘিতে বিভিন্ন বুথে অশান্তি

Last Updated : Feb 27, 2023, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details