বহরমপুর, 29 জুন:পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানোর সিদ্ধান্তে অনড় কংগ্রেস ৷ এবার দফা বৃদ্ধির দাবিতে আদালতে যাচ্ছে কংগ্রেস। রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট কোনওভাবেই অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারে না ৷ এই অভিযোগেই ফের আদালতে যাচ্ছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে সোমবার আমি হাইকোর্টে আবেদন করব। কারণ এক দফায় এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।"
অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন হচ্ছে না। তাঁর কথায়, "নির্বাচন কমিশন এখন দিদির কমিশন, তৃণমূলের কমিশন।" রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্ট আর নির্বাচন কমিশনে রীতিমতো বল ঠেলাঠেলি চলছে। বুধবারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চেয়েছে আদালত। সেই মামলার মাঝেই আরও একটি বিষয় নিয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়তে চলেছে কংগ্রেস ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও বেকায়দায় ফেলতে চলেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক থেকে তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে অধীর চৌধুরী বলেন, "একদফায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। তাই দফা বাড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেস সোমবার আদালতে যাচ্ছে।"
একইসঙ্গে এদিন অধীর চৌধুরী বলেন, "2021 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন যে সকল পর্যবেক্ষকদের নাম বাদ দিয়েছিল, যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল এবার তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।" পাশাপাশি অধীর চৌধুরীর দাবি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল সরকারের পরিকল্পনা ভিন্ন। তাঁর দাবি, তৃণমূলের পরিকল্পনা কেন্দ্রীয় বাহিনী আসুক আর চুপচাপ শুধু বসে থাকুক। কিন্তু তাদের বুথের ধারেকাছে যেতে দেওয়া হবে না বলেও জানান অধীর চৌধুরী। তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনী ঘুরুক ফিরুক কিন্তু বুথে যেন না যায়।"