মুর্শিদাবাদ, 25 এপ্রিল: দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরে। প্রাথমিকভাব জখম যুব কংগ্রেসকর্মীকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই কাজ করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মুর্শিদাবাদ থানার কাপাসডাঙার শিবনগরের বাসিন্দা গুলিবিদ্ধ যুব কংগ্রেসকর্মী মিনারুল শেখ (38)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছিল। ভেতরে ভেতরে উত্তেজনা ছিল। শনিবার সকালে সেই বিবাদ চরমে ওঠে। বচসা থেকে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। তখনই গুলি চালানোর ঘটনা ঘটে। যাতে গুরুতর জখম হন যুব কংগ্রেসকর্মী মিানারুল শেখ।