কলকাতা, 8 মে : অক্সিজেন প্লান্ট তৈরি ও অ্য়াম্বুল্য়ান্স কেনার জন্য যথেষ্ট টাকা আছে তাঁর হাতে ৷ তবুও সেই টাকা ব্য়বহার করা হচ্ছে না ৷ অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর ৷
কোভিড পরিস্থিতিতে সঙ্কীর্ণতা ভুলে সমস্ত মানুষকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন অধীর ৷ পাশাপাশি, তাঁর আবেদন, তাঁর হাতে পড়ে থাকা সাংসদ তহবিলের পুরোনো টাকা খরচ করা হোক কোভিড মোকাবিলার কাজে ৷
কংগ্রেস সাংসদ এই প্রসঙ্গে জানিয়েছেন, করোনা আবহে গত দু’বছর ধরে সাংসদ তহবিলের জন্য বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না ৷ কিন্তু তা সত্ত্বেও অধীরের তহবিলে পুরোনো টাকা পড়ে রয়েছে ৷ সেই টাকা ব্যবহারের জন্য রাজ্য তথা মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন অধীর ৷
সঙ্কটকালে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা অধীরের ৷ আরও পড়ুন :রায়দিঘি গ্রামীণ হাসপাতালে বসানো হল দু’টি অক্সিজেন কনসেনট্রেটর
অধীররঞ্জন চৌধুরীর দাবি, তাঁর সাংসদ তহবিল যে পরিমাণ টাকা পড়ে রয়েছে, তা দিয়ে অনায়াসে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা-সহ দু’টি অত্যাধুনিক অ্য়াম্বুল্যান্স কেনা সম্ভব ৷