বহরমপুর, 1 জুলাই :ভারত-বাংলাদেশের দুই সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ ও রাজশাহীর মধ্যে আন্তর্জাতিক চেক পোস্ট তথা স্থলবন্দরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, এই এলাকায় আন্তর্জাতিক চেক পোস্ট তৈরি হলে একদিকে যেমন দুই দেশের মধ্যে যাতায়াতে দুর্ভোগ কমবে, তার পাশাপাশি সীমান্তে চোরাকারবারও অনেকাংশেই রোখা সম্ভব হবে।
আরও পড়ুন :Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের
অধীর মনে করেন, নতুন চেক পোস্ট তথা স্থলবন্দর তৈরি হলে স্থানীয় যুবকদের কাজের সুযোগও বাড়বে ৷ অভিযোগ, কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকাতেই সীমান্তবর্তী এলাকার যুবকরা চোরাচালান, পাচারের মতো বেআইনি কাজে জড়িয়ে পড়েন ৷ কিন্তু আন্তর্জাতিক স্থলবন্দর তৈরি হলে এই এলাকা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পথ খুলে যাবে ৷ ফলে বাড়বে কর্মসংস্থান ৷ আর সোজা পথে কাজের সুযোগ পেলে অনেকেই পাচারকারীদের সঙ্গে আর হাত মেলাবেন না ৷ পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্য থেকে কেন্দ্রীয় সরকার মোটা অঙ্কের রাজস্বও আদায় করতে পারবে ৷
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অধীর যে চিঠি পাঠিয়েছেন, তার প্রতিলিপি আরও তিন গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রীকেও পাঠানো হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও (S. Jaishankar) এই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন অধীর ৷