কলকাতা, 23 অগস্ট: থমকে যাওয়া সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ মুর্শিদাবাদের বরহমপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে বহরমপুর সেতু এবং বাইপাসের সড়ক নির্মাণের কাজ চলছে ৷ সেই কাজ দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ ৷
অধীর চৌধুরী কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠিতে জানিয়েছেন, জাতীয় সড়কের একটি অংশ মালদা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত ৷ এটি বহরমপুর শহর পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৷ বাকি অংশটি নির্মীয়মান অবস্থায় রয়েছে ৷ এর ফলে বহরমপুর শহরের বাসিন্দাদের যানজটে এবং দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে ৷ সেই কাজ দ্রুত সম্পন্ন করে যান-বাহন চলাচলের জন্য রাস্তার একটি দিক অতি দ্রুত জনস্বার্থে উন্মুক্ত করার আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী ৷
দলীয় সূত্রে খবর, এই চিঠি দেওয়ার পাশাপাশি অধীর চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে ফোনও করেছেন ৷ রাস্তার কাজ সম্পূর্ণ করার সঙ্গে জাতীয় সড়ক এবং বহরমপুর থেকে প্রশস্ত ফিডার নির্মাণের জন্যও অনুরোধ করেছেন কংগ্রেস সাংসদ ৷