মুর্শিদাবাদ, 15 জুন: BDO-র কাছে ডেপুটশন দিতে এসে আক্রান্ত কংগ্রেস বিধায়ক । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা ।
সোমবার দুপুরে কান্দি ব্লকের BDO-এর কাছে ডেপুটেশন দিতে আসেন বড়ঞার কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক । অভিযোগ, সেখানেই তাঁর উপর হামলা চালান তৃণমূল কর্মীরা । তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে । এই ঘটনায় ব্লক কংগ্রেসের তরফে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
প্রতিমা রজক বলেন, জেলাজুড়ে ব্লকে ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় BDO-র কাছে । সেই কর্মসূচি অনুযায়ী বড়ঞা ব্লকের কংগ্রেসের পর্যবেক্ষক তাপস দাশগুপ্ত সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ডেপুটেশন দিতে গেলে ব্লক চত্বরেই তৃণমূল কর্মীরা চড়াও হয় । পুলিশের সামনেই পুরো ঘটনাটি ঘটে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মাহে আলম । বলেন, “বিধায়ক প্রতিমা রজক একজন মহিলা । তাঁকে যথেষ্ট সম্মান জানাই । তিনি এভাবে অপবাদ দেবেন ভাবতে পারিনি ।”