বকরি ঈদের পর বোমা-পিস্তল নিয়ে নামার হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বহরমপুর, 23 জুন: পঞ্চায়েত নির্বাচন বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘বকরি ঈদের পর আমরা বোমা পিস্তল নিয়ে নামব । বকরি ঈদটা পার করে নিই । পরব আছে । তারপর আমরা বোমা-পিস্তল নিয়ে নামব । বকরি ঈদের পর ভয়ঙ্কর হবে অবস্থা ।’’
শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে পঞ্চায়েত ভোটের কর্মিসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তার পর সাংবাদিক বৈঠক করে এই হুঁশিয়ারি দেন তিনি ৷ তবে কাদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি, সেই বিষয়ে তিনি কিছু বলেননি ৷ কিন্তু তাঁর হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
বহরমপুরের কর্মিসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ভোট বানচালের পরিকল্পনা করছেন বলে অভিযোগ তোলেন তিনি । অধীর চৌধুরী বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী রাস্তা চেনে না । তাদের ভুল পথে পরিচালিত করা হবে । কেন্দ্রীয় বাহিনীকে মিস লিড করবে রাজ্য পুলিশ । এটাই হয়ে আসছে ।’’
একই সঙ্গে তিনি বাহিনীর সংখ্যা নিয়েও মন্তব্য করেছেন ৷ বহরমপুরের সাংসদের কথায়, ‘‘822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেই পাওয়া যায় না । তারা কোথাও না কোথাও ডিউটি করছে । সেখান থেকে তুলে আনতে হবে । তাছাড়া কাশ্মীর অশান্ত, মণিপুরে আগুন জ্বলছে । কেন্দ্রীয় বাহিনী চাইলেই পাওয়া যাবে না । কেন্দ্রীয় বাহিনীকে থাকার জায়গা দিতে হবে । সবটাই রাজ্য সরকারের পরিকল্পিত ।’’
বকরি ঈদের পর বোমা-পিস্তল নিয়ে নামার হুঁশিয়ারি অধীরের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী আরও বলেন, ‘‘রাজ্যপাল নির্বাচন কমিশনে একটা সংঘাত চলছে । আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা তৈরি হয়েছে । আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে বাহানা করে ভোট প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছেন । আমরা আদালতে, নির্বাচন কমিশনে বারবার বলেছি মানুষকে অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিন। আর কিছু চাই না ।’’
তিনি টেনে আনেন 2013 সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ ৷ অধীর বলেন, ‘‘2013 সালে মীরা পাণ্ডে পাঁচ দফায় ভোট করেছিলেন । প্রয়োজনে এক দফায় না করে ভোটের দফা বাড়ানো হোক । পাঁচ দফায়, ছ’দফায় ভোট হোক । তাহলে অল্প ফোর্সেই ভোট করা যাবে ।’’
আরও পড়ুন:দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির সঙ্গে মমতা ও অভিষেকের সেটিং আছে, অভিযোগ অধীরের