পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদত ছাড়া শান্তিনিকেতনের পাঁচিল ভাঙা সম্ভব ? প্রশ্ন অধীরের - শান্তিনিকেতনের পাঁচিল ভাঙা

"সবকিছুর ঊধের্ব উঠে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কাজ হল, তা লজ্জাজনক ঘটনা ।" ভিডিয়ো বার্তার বললেন অধীর চৌধুরি ।

Adhir CHowdhury
অধীর চৌধুরি

By

Published : Aug 23, 2020, 10:15 PM IST

মুর্শিদাবাদ, 23 অগাস্ট : "রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদত ছাড়া কি পে লোডার দিয়ে শান্তিনিকেতনের পাঁচিল ভেঙে দেওয়া যায় ?" ভিডিয়ো বার্তায় এই প্রশ্নই ছুঁড়ে দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি । পাশাপাশ অধীরবাবুর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, " তৃণমূলের লোকেরা শান্তিনিকেতনের পাঁচিল ভেঙে প্রমাণ করে দিল তৃণমূল মানেই আইন। তৃণমূল মানেই শাসন ।"

তিনি আরও বলেন, "প্রশ্ন হতে পারে প্রাচীর কেন ? পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে । প্রাচীর দেওয়া যদি অপরাধ হত, তবে আইন ছিল । আলোচনা ছিল । প্রশাসন ছিল । সরকার ছিল । তবে সবকিছুর ঊধের্ব উঠে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কাজ হল, তা লজ্জাজনক ঘটনা ।"

আরও পড়ুন :বিশ্বভারতী নিয়ে রাজনীতি করবেন না, আবেদন পার্থর

16 অগাস্ট বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গণকে পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টায় উত্তাল হয়েছিল শান্তিনিকেতন চত্বর ৷ এরপর 17 অগাস্ট নির্মীয়মাণ পাঁচিল ভেঙে দেন বিক্ষুব্ধ আশ্রমিক, পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট ভেঙে দেওয়া হয়েছিল । JCB মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণ সামগ্রীও ।

ঘটনার পর থেকে পাঁচিল দেওয়ার পক্ষে ও বিপক্ষে মত আসতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে । মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷ প্রাকৃতিক সৌন্দর্য-লালমাটির সৌন্দর্যকে নষ্ট করে দেবে, এমন কোনও নির্মাণকাজ আমি চাই না ৷" এরপর 17 অগাস্টই BJP নেতা রাহুল সিনহা অভিযোগ তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর ইন্ধনে বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজের জমিতে পাঁচিল দিতে পারছে না । এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরিও ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তিনিকেতনের পাঁচিল ভাঙা হয়েছে, অভিযোগ অধীরের

আরও পড়ুন :বিশ্বভারতীর সম্পত্তি অন্য কারও ভাঙার অধিকার নেই : সুভাষ

পৌষমেলার মাঠের নির্মীণমাণ পাঁচিল ভেঙে দেওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে অধীরবাবু বলেন, "পাঁচিল তৈরি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে । কিন্তু পাঁচিল দেওয়ার প্রয়োজন কেন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবার আগে ভাবা উচিত । শান্তিনিকেতন ক্রমশ অপরাধ জগতের কেন্দ্র বিন্দুতে রূপান্তরিত হচ্ছে । প্রোমোটার রাজ, গুন্ডারাজ, গুলি, মৃত্যু সব দেখেছি শান্তিনিকেতনের চৌহদ্দিতে । শান্তিনিকেতনে শান্তি রক্ষা কেন হচ্ছে না ? প্রশাসন কেন ব্যর্থ ? জমি দখল হচ্ছে কেন ? তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার । শান্তিনিকেতন বাংলার পরিচয় । তাকে নষ্ট হতে দেওয়া যাবে না । এই ঘটনা অত্যন্ত লজ্জার । আমরা এর প্রতিবাদ করব ।" শান্তিনিকতনেরর পৌষমেলা প্রাঙ্গণের পাঁচিল পে লোডার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details