বহরমপুর (মুর্শিদাবাদ), 27 জানুয়ারি: তৃণমূলের (Trinamool Congress) পর সাগরদিঘি উপ নির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হল ৷ শুক্রবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে ওই বিধানসভার প্রার্থী নাম ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী । সাগরসিঘি উপ নির্বাচনে কংগ্রেসের (Congress) প্রতীকে লড়ছেন ব্যারণ বিশ্বাস । সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের বাসিন্দা ব্যারণ বিশ্বাস এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসাবেই পরিচিত । তবে সাগরদিঘিতে স্থানীয় কাউকে প্রার্থী না করায় প্রশ্ন উঠতে শুরু করেছে ।
2011 সাল থেকে সাগরদিঘি বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে । পাশাপাশি 2011 সালে মুর্শিদাবাদ জেলায় প্রথম সুব্রত সাহার হাত ধরে সাগরদিঘিতে ঘাসফুল ফুটেছিল । সেই হিসাবে এই কেন্দ্র দখলে রাখা তৃণমূলের কাছে মর্যাদার লড়াই । তৃণমূলের প্রার্থী হিসাবে আগেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘পরিচিত’ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল । আর এদিন কংগ্রেস হাত চিহ্নের প্রার্থীর নাম ঘোষণা করল ।