পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

congress candidate shootout : বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি - municipal corporation election 2022

অধীরের খাসতালুক বহরমপুরে কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি । গুলিচালনোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে (complaint against tmc mischief) ।

at baharampur
congress candidate shootout

By

Published : Feb 10, 2022, 1:32 PM IST

বহরমপুর(মুর্শিদাবাদ), 10 ফেব্রুয়ারি: রাজ্যে পৌরভোটের দামামা বেজে গিয়েছে। তার মধ্যেই কংগ্রেস প্রার্থীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে । বুধবার রাতে বহরমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী টুম্পা সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (congress candidate shootout) । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তির । অধরা দুষ্কৃতীরা ।

আরও পড়ুন:BMC Election 2022 : বিধাননগর পৌরনিগমে কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ? 12 ঘণ্টার মধ্যে সিদ্ধান্তের নির্দেশ হাইকোর্টের

কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের অভিযোগ ,বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন রাতে তাঁর উপর হামলা হয় । দুষ্কৃতীরা প্রথমে দরজা ধাক্কা দিয়ে তাঁকে দরজা খুলতে বলেন । তিনি দরজা খুলতে গেলেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ টুম্পা সরকারের । তবে গুলি দরজায় লেগে বেরিয়ে যাওয়ায় কোনওরকম দুর্ঘটনা ঘটেনি । ইতিমধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী ।

এদিকে অধীররঞ্জন চৌধুরির খাসতালুকে দুস্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, নির্বাচনের আগে শাসকদলের দুয়ারে গুলির প্রকল্প চলছে ।

ABOUT THE AUTHOR

...view details