পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট নয় কংগ্রেসের, অধীরের সুর সেলিমের গলায় - জোট

Lok Sabha Elections: কেন্দ্রে ইন্ডিয়া জোটে একইমঞ্চে দেখা গেলেও রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে নারাজ বাম-কংগ্রেস ৷ সে কথা স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম ৷ বরং তৃণমূলকে সরিয়ে আরও একবার বাম-কংগ্রেস জোটের জল্পনাকে জিইয়ে রাখলেন তাঁরা ৷

Adhir Ranjan Chowdhury
অধীররঞ্জন চৌধুরী

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 1:03 PM IST

রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট নয় কংগ্রেসের

বহরমপুর ও কলকাতা, 4 জানুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা দিচ্ছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ সমগ্র ইন্ডিয়া জোট ৷ তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটে অনীহা কংগ্রেসের ৷ হাত শিবির যে ঘাসফুলের সঙ্গে বাংলায় জোট করে ভোটে লড়বে না, তা একপ্রকার বুধবার স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর সুরে সুর মেলালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস ৷ তৃণমূলের সঙ্গে জোটে প্রথম থেকেই আগ্রহী নন অধীর ৷ লোকসভা ভোটেও বামেদের সঙ্গে জোটের জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। কিন্তু সেই জোটে আইএসএফ থাকবে কি না, তা স্পষ্ট না করে বল ঠেলে দিয়েছেন হাই কমান্ডের কোর্টে । একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সঙ্গে তিনি কোনওরকম সমঝোতা করতে নারাজ ।

বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এ দিন তিনি বলেন, "গতবারও আমরা বামেদের সঙ্গে জোট করে লড়েছিলাম । এবারও দরজা খোলা রয়েছে ।" পাশাপাশি আইএসএফ প্রসঙ্গে তিনি বলেন, "গতবার আইএসএফের সঙ্গে আমাদের জোট ছিল না । তবে আইএসএফের সঙ্গে বামেদের জোট হয়েছিল । ওই দলের অস্তিত্ব রয়েছে । বামফ্রন্ট কী করবে সেটা তাদের বিষয় ।" এদিকে ডায়মন্ডহারবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়তে চান বলে রাজ্য রাজনীতিতেভোর জল্পনা বেড়েছে । এই প্রসঙ্গে অধীরের বক্তব্য, তৃণমূল ভয় পেতে শুরু করেছে ।

একইভাবে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না বলেও মন্তব্য করেন সেলিম । তাঁর কথায়, "কোন জোটের কথা বলা হচ্ছে ! তৃণমূল গিয়েছিল কংগ্রেসের কাছে । কংগ্রেস হয়তো সঙ্গ দেয়নি । এ কারণে মুখ(তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ) থেকে গালাগালি শোনা যাচ্ছে। অধীরবাবু হয়তো জোটে বাঁধ সেধেছেন । তাই, তাঁকে আক্রমণ করা হচ্ছে ।"

এ দিনের বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইন্ডিয়া জোটের জট কাটেনি । তৃণমূলের সঙ্গে লোকসভা ভোটে আপত্তি রয়েছে তাঁর । আসন সমঝোতা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া ইঙ্গিত দিয়েছেন। দিল্লির সঙ্গে রাজ্য রাজনীতির সমিকরণ আলাদাভাবেই তিনি দেখতে চান বলে জানিয়েছেন । এই আবহে কংগ্রেসের সঙ্গে জোট করেই লোকসভা নির্বাচনে লড়তে চান বলে ইঙ্গিত দিলেন অধীর চৌধুরী ।

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারাতে দেশে ‘ইন্ডিয়া’ জোট আর বাংলায় একা তৃণমূল, মমতার বার্তায় নয়া জল্পনা
  2. বাংলায় কংগ্রেসের রণকৌশল কী হবে ! অধীরদের সঙ্গে বৈঠকে রাহুল-খাড়গেরা
  3. দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠকের আগে মমতাকে তীব্র আক্রমণ অধীর-সুজনের

ABOUT THE AUTHOR

...view details