বহরমপুর ও কলকাতা, 4 জানুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা দিচ্ছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ সমগ্র ইন্ডিয়া জোট ৷ তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটে অনীহা কংগ্রেসের ৷ হাত শিবির যে ঘাসফুলের সঙ্গে বাংলায় জোট করে ভোটে লড়বে না, তা একপ্রকার বুধবার স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর সুরে সুর মেলালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস ৷ তৃণমূলের সঙ্গে জোটে প্রথম থেকেই আগ্রহী নন অধীর ৷ লোকসভা ভোটেও বামেদের সঙ্গে জোটের জল্পনা জিইয়ে রেখেছেন তিনি। কিন্তু সেই জোটে আইএসএফ থাকবে কি না, তা স্পষ্ট না করে বল ঠেলে দিয়েছেন হাই কমান্ডের কোর্টে । একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সঙ্গে তিনি কোনওরকম সমঝোতা করতে নারাজ ।
বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ এ দিন তিনি বলেন, "গতবারও আমরা বামেদের সঙ্গে জোট করে লড়েছিলাম । এবারও দরজা খোলা রয়েছে ।" পাশাপাশি আইএসএফ প্রসঙ্গে তিনি বলেন, "গতবার আইএসএফের সঙ্গে আমাদের জোট ছিল না । তবে আইএসএফের সঙ্গে বামেদের জোট হয়েছিল । ওই দলের অস্তিত্ব রয়েছে । বামফ্রন্ট কী করবে সেটা তাদের বিষয় ।" এদিকে ডায়মন্ডহারবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়তে চান বলে রাজ্য রাজনীতিতেভোর জল্পনা বেড়েছে । এই প্রসঙ্গে অধীরের বক্তব্য, তৃণমূল ভয় পেতে শুরু করেছে ।