পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোচনপুরে বুথ দখলের প্রতিবাদ করায় মারধর ; অভিযুক্ত কংগ্রেস, CPI(M)

মুর্শিদাবাদের লোচনপুরে বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা । তৃণমূলের অভিযোগ, কংগ্রেস ও CPI(M)-র লোকেরা বুথ দখল করতে আসে । বাধা দিতে গেলে তারা তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়়াও হয় ।

জখম তৃণমূল সমর্থক

By

Published : Apr 23, 2019, 11:59 AM IST

Updated : Apr 23, 2019, 4:57 PM IST

লোচনপুর, 23 এপ্রিল : মুর্শিদাবাদের লোচনপুরে বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা । লোচনপুরের 39 নম্বর বুথ দখলের অভিযোগ তুলল তৃণমূল। অভিযোগ কংগ্রেস ও বামফ্রন্টের বিরুদ্ধে ।

তৃণমূলের অভিযোগ, কংগ্রেস ও CPI(M)-র লোকেরা বুথ দখল করতে আসে । বাধা দিতে গেলে তারা তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়়াও হয় । ঘটনায় জখম হন কয়েকজন । মাথা ফেটেছে একজনের । তাঁরা ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন ।

যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস । তাদের বক্তব্য, বিষয়টির কোনও ভিত্তি নেই ।

ভিডিয়োয় শুনুন আক্রান্ত তৃণমূল সমর্থক ও কংগ্রেস কর্মীর বক্তব্য
Last Updated : Apr 23, 2019, 4:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details