পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামসেরগঞ্জে কংগ্রেস অঞ্চল সভাপতিকে মারধর, অভিযুক্ত তৃণমূল - cong

পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ আবদুল খালেক । অভিযোগ, পথে তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

হামলা

By

Published : Apr 25, 2019, 2:36 PM IST

সামসেরগঞ্জ, 24 এপ্রিল : কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের নির্দেশেই এই হামলা বলে অভিযোগ কংগ্রেসের । এই ঘটনায় সামসেরগঞ্জ থানায় ছয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত নেতার স্ত্রী । গুরুতর জখম কংগ্রেসের অঞ্চল সভাপতি মহম্মদ আবদুল খালেক অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

জানা গেছে, বুধবার রাতে ডাকবাংলোর দলীয় কার্যালয় থেকে বাইকে বাড়ি ফিরছিলেন মহম্মদ আবদুল খালেক। অভিযোগ, চাঁদপুর বাজার থেকে তাঁর বাইকের পিছু ধাওয়া করে 5-6টি বাইক। ভাসাইপাইকর হাইস্কুলের কাছে বাইক থামিয়ে আবদুল খালেকের উপর কোদালের বাঁট, ধারালো অস্ত্র, পিস্তল ও লাঠি দিয়ে হামলা চালায় 6 জন । চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থান ছেড়ে পালায় ।

দেখুন ভিডিয়ো

সামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান জানান, তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে জনতা এবার ভোট দিয়েছেন। এতেই ভীত হয়ে দলীয় অঞ্চল সভাপতির উপর আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম । তিনি বলেন, "আমরা মারধরের নীতিতে বিশ্বাসী নই। সামসেরগঞ্জে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে । তৃণমূল কংগ্রেস গুন্ডামির রাজনীতি করে না ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details