জলঙ্গি, 29 অক্টোবর : সোমবার সন্ধ্যায় জলঙ্গির টলটলি গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয় তিনজনের । আজ সেই ঘটনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল । গ্রামবাসীদের অভিযোগ যারা মারা গেছে তারা সকলেই শাসক দলের সঙ্গে যুক্ত । প্রত্যেকেই এলাকায় সমাজ বিরোধী বলে পরিচিত । গ্রামবাসীদের অভিযোগ এরা সবাই মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহেরের অনুগামী । গতকালের ঘটনাস্থান থেকে আজ প্রচুর বোমা উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ ।
স্থানীয়দের বক্তব্য, যে সমস্ত দুষ্কৃতী গতকাল মারা গিয়েছে তারা পাচারের সঙ্গে যুক্ত ছিল । গোরু-সোনা-অস্ত্র-সহ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল পাচার করত । সোমবার যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেখানে 5 থেকে 7 জন উপস্থিত ছিল । এদের মধ্যে তিনজন ঘটনাস্থানে মারা যায় এবং কয়েকজন গুরুতর জখম হয় । গ্রামবাসীদের বক্তব্য জখমদের কোনও খোঁজ নেই । তারা এখন কোথায় আছেন, কোথায় তাদের চিকিৎসা চলছে কেউ জানে না ।
আরও পড়ুন লক্ষ্য BSF, গোরু পাচারের সময় বাঁধা সকেট থেকেই বিস্ফোরণ সীমান্তে !