মুর্শিদাবাদ, 22 এপ্রিল: ক্রমশই বৃদ্ধিপাচ্ছে মাটি মাফিয়ার দৌরাত্ম্য ৷ সাধারণ মানুষের চলার জন্য তৈরি রাস্তা থেকে মাটি কাটা হচ্ছে ৷ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে অসাধুু মাটি ব্যবসায়ীদের মাটি কাটার কাজ ৷ দিবালোকে চাষের জমি, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভর্তি করে মাটি । এলাকাবাসীরা নিশ্চুপ ৷ মুখ খুললেই হুমকি, ফলে ভয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেন তাঁরা । যশোহরি আনুখা 2নম্বর পঞ্চায়েতের অধীনে মাধুনিয়া সোনাজলের পাড় এলাকায় ধনুপুকুর চত্বরের ঘটনা ।
তবে যে অংশ থেকে মাটি চুরি হচ্ছে, দীর্ঘদিন আগে সেখানে ছিল ক্যানেল । জনসাধরণের সুবিধার্থে মাটি ফেলে রাস্তা তৈরি করেছিল তৎকালীন কংগ্রেস সরকার ৷ বর্তমানে সেই রাস্তা থেকেই ট্রাক্টরে করে মাটি কাটার অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে ৷ এই মাটি তোলার ফলে তৈরি হচ্ছে খাদ ।
এই প্রসঙ্গেই বিষয়ে যশোহরি আনুখা 2 নং পঞ্চায়েতের প্রাক্তন জেলা পরিষদের মেম্বার ধনঞ্জয় ঘোষ জানান, গোলাহাট থেকে মাধুনিয়া পর্যন্ত একটি পরিত্যক্ত ক্যানেল পড়েছিল ৷ সম্ভবত 2009-10 সালে যখন ওনার স্ত্রী পূর্ণিমা ঘোষ উক্ত পঞ্চায়েতের প্রধান ছিলেন ৷ তখন 100 দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরি করা হয় দু’টি গ্রামের যোগাযোগের জন্য । প্রায় 1.5 কিমি রাস্তাও তৈরি হয়েছিল ৷ তৎকালীন সময়ে গ্রামপ্রধান ছিল কংগ্রেসের অধীনে। তবে এই রাস্তা তৈরি নিয়ে জল ঘোলা হয়েও, জনহিতার্থ মূলক কাজের জন্য রাস্তাটি তৈরি হয় ৷ সেই রাস্তা থেকেই মাটি কাটার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে ৷